ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবনগর ভবরপাড়ার পিচ রাস্তা কাজে অনিয়ম:পাথরে বদলে ইটের খোয়া প্রলেপ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • / ১৩২৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ভিতর দিয়ে প্রধান সড়কের পিচ রাস্তার উপর সিলকোড করার কাজে নানা অনিয়মের অভিযোগ। আগের পিচ রাস্তার উপর ইটের খোয়া ছিটিয়ে রুলার দিয়ে সমান করছে। যেখানে দেওয়ার কথা পাথরের খোয়া। গ্রামবাসী রাস্তার কাজ বন্ধ করার দাবী জানান কর্তৃপক্ষের কাছে। মেহেরপুর রোডস এন্ড হাইওয়ের আন্ডারে মুজিবনগর বিজিবি ক্যাম্প হতে ভবেরপাড়া গ্রামের শেষ পর্যন্ত প্রধান সড়কে ২১ লাখ টাকা ব্যায়ে ১৮২৪ মিটার পিচ রাস্তার সিলকোডের কাজ চলছে।  সেই কাজের অনিয়ম করছে ঠিকাদার।  ঠিকাদার রাস্তার বিভিন্ন জায়গায় মাটি না সরিয়ে তার উপর দিয়ে পিচ ঢেলে কাজ চালিয়ে যাচ্ছে এবং রুলার দিয়ে রাস্তা ঠিকমত সমান করছে না । রাস্তার দুই পাশের কার্নিস ভাঙ্গা থাকা সত্তেও ইটে না দিয়ে পিচ দিয়ে কাজ করছে। এতে করে রাস্তার পিচ হাতদিয়ে চাপ দিলে উঠে যাচ্ছে। রাস্তার কাজের জন্য সংশ্লিষ্টদের কাছে বার বার বললেও তারা কোন কথা কানে নিচ্ছেন না। তাছাড়া সিলকোড ১২ মিলি করে দেওয়ার কথা থাকলেও কোন যায়গায় ৮ মিলি কোন যায়গায় ৬ মিলি করে দিচ্ছে । গেল বুধবার সকালে বিক্ষুব্ধ গ্রামবাসি সাময়িক ভাবে রাস্তার কাজ বন্ধ করে দিলেও  শুক্রবার সকালে পূনরায় কাজ শুরু করে । এ বিষয়ে বাগোয়ান ইউপি ২ নং ওয়ার্ড সদস্য  দিলিপ মল্লিক বলেন, গ্রামের লোকজন রাস্তার কাজ সমায়িক ভাবে বন্ধ করলেও আবার কাজ শুরু করে ঠিকাদারা। রাস্তার কাজ দেখার মত প্রশাসনের কোন কর্মকর্তা এখনো পর্যন্ত এখানে আসেনি।  রাস্তার কাজে ভালো করে পিচ না দিলে বৃষ্টি হলে কয়েক দিনের মাথায় রাস্তা নষ্ট হয়ে যাবে। এখন  গ্রামবাসির একটাই দাবী রাস্তার কাজ যাতে করে সঠিক ভাবে হয় সেই ক্ষেত্রে  সকলে এক হয়ে রাস্তার কাজ বন্ধ করার দাবী জানান। রাস্তার সিলকোড করা কাজে সরকারের বরাদ্দকৃত অনুযায়ী কাজ হচ্ছে না এ বিষয়ে ঠিকাদার হাদিউজ্জামানের কাছে জানতে চাইলে তিনি গ্রামবাসিদের বলেন যে রাস্তার পাশে বাড়ি ঘর থাকার কারনে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। যে জায়গায় সমস্যা আছে সেগুলো ঠিক করে দেওয়া হবে । কিন্তু ঠিকাদারের দেওয়া কথা মত কাজ হচ্ছে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগর ভবরপাড়ার পিচ রাস্তা কাজে অনিয়ম:পাথরে বদলে ইটের খোয়া প্রলেপ!

আপলোড টাইম : ০৪:৫২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০১৭

প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ভিতর দিয়ে প্রধান সড়কের পিচ রাস্তার উপর সিলকোড করার কাজে নানা অনিয়মের অভিযোগ। আগের পিচ রাস্তার উপর ইটের খোয়া ছিটিয়ে রুলার দিয়ে সমান করছে। যেখানে দেওয়ার কথা পাথরের খোয়া। গ্রামবাসী রাস্তার কাজ বন্ধ করার দাবী জানান কর্তৃপক্ষের কাছে। মেহেরপুর রোডস এন্ড হাইওয়ের আন্ডারে মুজিবনগর বিজিবি ক্যাম্প হতে ভবেরপাড়া গ্রামের শেষ পর্যন্ত প্রধান সড়কে ২১ লাখ টাকা ব্যায়ে ১৮২৪ মিটার পিচ রাস্তার সিলকোডের কাজ চলছে।  সেই কাজের অনিয়ম করছে ঠিকাদার।  ঠিকাদার রাস্তার বিভিন্ন জায়গায় মাটি না সরিয়ে তার উপর দিয়ে পিচ ঢেলে কাজ চালিয়ে যাচ্ছে এবং রুলার দিয়ে রাস্তা ঠিকমত সমান করছে না । রাস্তার দুই পাশের কার্নিস ভাঙ্গা থাকা সত্তেও ইটে না দিয়ে পিচ দিয়ে কাজ করছে। এতে করে রাস্তার পিচ হাতদিয়ে চাপ দিলে উঠে যাচ্ছে। রাস্তার কাজের জন্য সংশ্লিষ্টদের কাছে বার বার বললেও তারা কোন কথা কানে নিচ্ছেন না। তাছাড়া সিলকোড ১২ মিলি করে দেওয়ার কথা থাকলেও কোন যায়গায় ৮ মিলি কোন যায়গায় ৬ মিলি করে দিচ্ছে । গেল বুধবার সকালে বিক্ষুব্ধ গ্রামবাসি সাময়িক ভাবে রাস্তার কাজ বন্ধ করে দিলেও  শুক্রবার সকালে পূনরায় কাজ শুরু করে । এ বিষয়ে বাগোয়ান ইউপি ২ নং ওয়ার্ড সদস্য  দিলিপ মল্লিক বলেন, গ্রামের লোকজন রাস্তার কাজ সমায়িক ভাবে বন্ধ করলেও আবার কাজ শুরু করে ঠিকাদারা। রাস্তার কাজ দেখার মত প্রশাসনের কোন কর্মকর্তা এখনো পর্যন্ত এখানে আসেনি।  রাস্তার কাজে ভালো করে পিচ না দিলে বৃষ্টি হলে কয়েক দিনের মাথায় রাস্তা নষ্ট হয়ে যাবে। এখন  গ্রামবাসির একটাই দাবী রাস্তার কাজ যাতে করে সঠিক ভাবে হয় সেই ক্ষেত্রে  সকলে এক হয়ে রাস্তার কাজ বন্ধ করার দাবী জানান। রাস্তার সিলকোড করা কাজে সরকারের বরাদ্দকৃত অনুযায়ী কাজ হচ্ছে না এ বিষয়ে ঠিকাদার হাদিউজ্জামানের কাছে জানতে চাইলে তিনি গ্রামবাসিদের বলেন যে রাস্তার পাশে বাড়ি ঘর থাকার কারনে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে। যে জায়গায় সমস্যা আছে সেগুলো ঠিক করে দেওয়া হবে । কিন্তু ঠিকাদারের দেওয়া কথা মত কাজ হচ্ছে না।