ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবনগর বাগোয়ান ইউনিয়নে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • / ১৭৮ বার পড়া হয়েছে

মুজিবনগর অফিস:
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিজ উদ্যোগে কর্মহীন ও অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ। খাদ্যসামগ্রী বিতরণকালে আনন্দবাস গ্রামের কিছু ব্যক্তিকে অনুদান প্রদান এবং ওই সব পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক নির্বাচনের সময় যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছি, ঠিক সেভাবেই ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে নিজ অর্থায়নে বাড়িতে বাড়িতে গিয়ে একইভাবে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের কোনো ব্যক্তি না খেয়ে থাকবে না, তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানের পাশাপাশি আমাদের বাগোয়ান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি সদস্যদের সমন্বয়ে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগর বাগোয়ান ইউনিয়নে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড টাইম : ০৯:১৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

মুজিবনগর অফিস:
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিজ উদ্যোগে কর্মহীন ও অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন এ খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ। খাদ্যসামগ্রী বিতরণকালে আনন্দবাস গ্রামের কিছু ব্যক্তিকে অনুদান প্রদান এবং ওই সব পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক নির্বাচনের সময় যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চেয়েছি, ঠিক সেভাবেই ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে নিজ অর্থায়নে বাড়িতে বাড়িতে গিয়ে একইভাবে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের কোনো ব্যক্তি না খেয়ে থাকবে না, তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানের পাশাপাশি আমাদের বাগোয়ান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি সদস্যদের সমন্বয়ে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।