ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবনগর থানা পুলিশের অভিযানে:১২শ অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
  • / ৪০৪ বার পড়া হয়েছে

শের খাঁন: মেহেরপুরের মুজিবনগর উপোজেলার বল্লভপুর গ্রামের তেকোনা পুকুরের পাশে লিচু গাছের উপর থেকে ১২শত পিচ ভারতীয় উইনোপাম ইনজেকশন উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে মুজিবনগর থানার এসআই ইয়ামিন এর নেতৃত্বে এসআই আবু তাহের, এসআই উত্তম কুমার, এ এস আই রফিকুল, এএসআই বিপ্লব, এএসআই রবিউলসহ পুলিশের এইটি দল বল্লভপুর গ্রামের তেকোনা পুকুর পারে  লিচু গাছের উপর থেকে  ২টি বস্তার ভিতরে ১২শত পিচ ইনজেকশন উদ্ধার করে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, চোরাচালানকারীরা ১২শত পিচ ভারতীয় ইনজেকশন নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশের একটি দল পাঠানো হয় । ঘটনাস্থলে যেয়ে কাউকে খুজে পাওয়া যায়নি, তবে । একটি লিচু গাছের ডালে কিছু ইনজেকশন উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক হতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগর থানা পুলিশের অভিযানে:১২শ অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার

আপলোড টাইম : ০৪:৫৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭

শের খাঁন: মেহেরপুরের মুজিবনগর উপোজেলার বল্লভপুর গ্রামের তেকোনা পুকুরের পাশে লিচু গাছের উপর থেকে ১২শত পিচ ভারতীয় উইনোপাম ইনজেকশন উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে মুজিবনগর থানার এসআই ইয়ামিন এর নেতৃত্বে এসআই আবু তাহের, এসআই উত্তম কুমার, এ এস আই রফিকুল, এএসআই বিপ্লব, এএসআই রবিউলসহ পুলিশের এইটি দল বল্লভপুর গ্রামের তেকোনা পুকুর পারে  লিচু গাছের উপর থেকে  ২টি বস্তার ভিতরে ১২শত পিচ ইনজেকশন উদ্ধার করে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন জানান, চোরাচালানকারীরা ১২শত পিচ ভারতীয় ইনজেকশন নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশের একটি দল পাঠানো হয় । ঘটনাস্থলে যেয়ে কাউকে খুজে পাওয়া যায়নি, তবে । একটি লিচু গাছের ডালে কিছু ইনজেকশন উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক হতে পারে।