ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবনগরে দু’দিনব্যাপি শিশু মেলার উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
  • / ২৫৭ বার পড়া হয়েছে

মুজিবনগর অফিস: মুজিবনগরে শুরু হয়েছে দু’দিনব্যাপী শিশু মেলা। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যকম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং মুজিবনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বর মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর মেলার উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রসাশক আতাউল গনি। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর জেলা তথ্য আফিসের আয়োজনে শিশু মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, মুজিবনগর টুরিস্ট্য পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দীন, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। মেলায় সরকারি ও বেসরকারি প্রায় ৫০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে শিশু ও নারীবান্ধব বিভিন্ন উপকরণ রয়েছে। তা ছাড়া প্রতিবন্ধী সহায়তা ও সাহায্য কেন্দ্রের একটি স্টলে অটিজম শিশুদের স্বাভাবিক বিকাশে বিভিন্ন সামগ্রীর উপস্থাপনা ছিলো উল্লেখ করার মতো। আলোচনা সভা শেষে মেলা চত্তরে শিশুদের অংশগ্রহনে এক মনোম্গ্ধুকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগরে দু’দিনব্যাপি শিশু মেলার উদ্বোধন

আপলোড টাইম : ১০:১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯

মুজিবনগর অফিস: মুজিবনগরে শুরু হয়েছে দু’দিনব্যাপী শিশু মেলা। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যকম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং মুজিবনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বর মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর মেলার উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রসাশক আতাউল গনি। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর জেলা তথ্য আফিসের আয়োজনে শিশু মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, মুজিবনগর টুরিস্ট্য পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দীন, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। মেলায় সরকারি ও বেসরকারি প্রায় ৫০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে শিশু ও নারীবান্ধব বিভিন্ন উপকরণ রয়েছে। তা ছাড়া প্রতিবন্ধী সহায়তা ও সাহায্য কেন্দ্রের একটি স্টলে অটিজম শিশুদের স্বাভাবিক বিকাশে বিভিন্ন সামগ্রীর উপস্থাপনা ছিলো উল্লেখ করার মতো। আলোচনা সভা শেষে মেলা চত্তরে শিশুদের অংশগ্রহনে এক মনোম্গ্ধুকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।