ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবনগরে আধুনিক চাষবিষয়ক প্রশিক্ষণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
  • / ২০২ বার পড়া হয়েছে

কৃষকদের নিয়ে ওয়েভ ফাউন্ডেশন-এর নানা উদ্যোগ
দর্শনা অফিস:
উন্নত চাষ, কৃষকদের সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন ও কৃষিপণ্য বাজারজাতকরণ এবং কৃষকদের বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে ওয়েভ ফাউন্ডেশন কৃষকদের নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মুজিবনগর কৃষি অফিস মিলানায়তনে কৃষি উদ্যোক্তা মোর্চা প্রকল্পের উদ্যোগে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের এক শ কৃষক নিয়ে ফসলের আধুনিক চাষবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খা ও মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান। এ ছাড়া প্রশিক্ষণ প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের কৃষিবিদ নাসির উদ্দিন আহমেদ ও কৃষিবিদ ইমদাদুল হক। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম, ম্যানেজার সুমাইয়া খাতুন সুমি, সিনিয়ার প্রোগ্রাম অফিসার আওয়াল হোসেন ও প্রোগাম অফিসার রেন্টু মিয়া। প্রশিক্ষকেরা সারা বছর বিশেষ করে গ্রীষ্মকালীন বারি-০৫ পিয়াজ, টমেটো ও সিম উৎপাদন-পদ্ধতি সর্ম্পকে কৃষকদের মধ্যে ধারণা প্রদান করেন। এ ছাড়া কম সার ও কীটনাশক ব্যবহার করে ফসলের অধিক উৎপাদন সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এ সময় প্রতিটি গ্রামের ২৫ জন করে কৃষক নিয়ে কৃষক মোর্চা বা কৃষক সংগঠন গঠন করে এসব উন্নতমানের চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করবেন বলে জানান কৃষিবিদ নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেরদৌস হুসাইন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগরে আধুনিক চাষবিষয়ক প্রশিক্ষণ

আপলোড টাইম : ১০:০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০

কৃষকদের নিয়ে ওয়েভ ফাউন্ডেশন-এর নানা উদ্যোগ
দর্শনা অফিস:
উন্নত চাষ, কৃষকদের সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন ও কৃষিপণ্য বাজারজাতকরণ এবং কৃষকদের বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে ওয়েভ ফাউন্ডেশন কৃষকদের নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মুজিবনগর কৃষি অফিস মিলানায়তনে কৃষি উদ্যোক্তা মোর্চা প্রকল্পের উদ্যোগে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের এক শ কৃষক নিয়ে ফসলের আধুনিক চাষবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুল হক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খা ও মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান। এ ছাড়া প্রশিক্ষণ প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের কৃষিবিদ নাসির উদ্দিন আহমেদ ও কৃষিবিদ ইমদাদুল হক। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম, ম্যানেজার সুমাইয়া খাতুন সুমি, সিনিয়ার প্রোগ্রাম অফিসার আওয়াল হোসেন ও প্রোগাম অফিসার রেন্টু মিয়া। প্রশিক্ষকেরা সারা বছর বিশেষ করে গ্রীষ্মকালীন বারি-০৫ পিয়াজ, টমেটো ও সিম উৎপাদন-পদ্ধতি সর্ম্পকে কৃষকদের মধ্যে ধারণা প্রদান করেন। এ ছাড়া কম সার ও কীটনাশক ব্যবহার করে ফসলের অধিক উৎপাদন সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এ সময় প্রতিটি গ্রামের ২৫ জন করে কৃষক নিয়ে কৃষক মোর্চা বা কৃষক সংগঠন গঠন করে এসব উন্নতমানের চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করবেন বলে জানান কৃষিবিদ নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেরদৌস হুসাইন।