ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবনগরকে পৌরসভা করাসহ ৯ দফা দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯
  • / ২৯০ বার পড়া হয়েছে

বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেনের সংবাদ সম্মেলন
মুনশী মোকাদ্দেস/শেরখান: মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদকে পৌরসভা করাসহ ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুজিবনগর প্রথম রাজধানী উন্নয়ন কমিটির সভাপতি আয়ুব হোসেন। গতকাল বুধবার দুপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের সূর্যোদয় মিলনায়তনে মুজিবনগর প্রথম রাজধানী উন্নয়ন কমিটির ব্যানারে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সচিব আফজাল হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দিন মল্লিক।
সংবাদ সম্মেলন আয়ুব হোসেন মুজিবনগরের উন্নয়নে ৯ দফা দাবি রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের কাছে। দাবিগুলো হলো- বাগোয়ান ইউনিয়ন পরিষদকে মুজিবনগর পৌরসভায় রুপান্তরিত করা, মুজিবনগরে চেক পোস্ট স্থাপন, মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক মুজিবনগরে করা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন, শেখ হাসিনা নামে মুজিবনগরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দর্শনা-মুজিবনগর রেলপথ সংযোগ স্থাপন, মুজিবনগরের সকল রাস্তা, কালভার্ট দ্রুত নির্মান ও ভৈরব নদী বাকি অংশ দ্রুত খনন করা এবং মেহেরপুর জেলাকে ন্যাশনাল সার্ভিসের আওতায় আনা।
সংবাদ সম্মেলন তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতার বিষয়টি প্রকাশ করেন বলেন, ‘মেহেরপুরের মুজিবনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছি।’ তিনি আরও বলেন, ‘বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সাড়ে সাত বছর দায়িত্ব পালন করছি। এই সময়ের মধ্যে যে উন্নয়ন করেছি তা বিগত কোন আমলেই হয়নি। তাই, আগামিতে মুজিবনগরবাসির উন্নয়ন নিয়ে আমি ভাবতে চাই। আমাকে যদি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয় এবং আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আমি মুজিবনগরবাসিকে একটি আধুনিক সুবিধাসহ উন্নত মুজিবনগর উপহার দেব। মুজিবনগরবাসির প্রাণের দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগরকে পৌরসভা করাসহ ৯ দফা দাবি

আপলোড টাইম : ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯

বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেনের সংবাদ সম্মেলন
মুনশী মোকাদ্দেস/শেরখান: মুজিবনগরের বাগোয়ান ইউনিয়ন পরিষদকে পৌরসভা করাসহ ৯ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুজিবনগর প্রথম রাজধানী উন্নয়ন কমিটির সভাপতি আয়ুব হোসেন। গতকাল বুধবার দুপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের সূর্যোদয় মিলনায়তনে মুজিবনগর প্রথম রাজধানী উন্নয়ন কমিটির ব্যানারে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সচিব আফজাল হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দিন মল্লিক।
সংবাদ সম্মেলন আয়ুব হোসেন মুজিবনগরের উন্নয়নে ৯ দফা দাবি রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের কাছে। দাবিগুলো হলো- বাগোয়ান ইউনিয়ন পরিষদকে মুজিবনগর পৌরসভায় রুপান্তরিত করা, মুজিবনগরে চেক পোস্ট স্থাপন, মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক মুজিবনগরে করা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপন, শেখ হাসিনা নামে মুজিবনগরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দর্শনা-মুজিবনগর রেলপথ সংযোগ স্থাপন, মুজিবনগরের সকল রাস্তা, কালভার্ট দ্রুত নির্মান ও ভৈরব নদী বাকি অংশ দ্রুত খনন করা এবং মেহেরপুর জেলাকে ন্যাশনাল সার্ভিসের আওতায় আনা।
সংবাদ সম্মেলন তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতার বিষয়টি প্রকাশ করেন বলেন, ‘মেহেরপুরের মুজিবনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছি।’ তিনি আরও বলেন, ‘বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সাড়ে সাত বছর দায়িত্ব পালন করছি। এই সময়ের মধ্যে যে উন্নয়ন করেছি তা বিগত কোন আমলেই হয়নি। তাই, আগামিতে মুজিবনগরবাসির উন্নয়ন নিয়ে আমি ভাবতে চাই। আমাকে যদি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয় এবং আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আমি মুজিবনগরবাসিকে একটি আধুনিক সুবিধাসহ উন্নত মুজিবনগর উপহার দেব। মুজিবনগরবাসির প্রাণের দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাব।’