ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুক্তির আগেই অনলাইনে ফাঁস অ্যাভেঞ্জার্স এন্ডগেম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • / ২৯০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: পাইরেসির হাত থেকে রক্ষা পেলো না মার্ভেলের সুপার হিরোরাও। শুক্রবার বিশ্বব্যাপী মু্ক্িত পায় অ্যান্থনি রুশো ও জো রুশের এই ছবি। কিন্তু মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়েছে ছবিটি। কিছুদিন আগে তামিলরকার্স ওয়েব সাইটে অভিষেক বর্মন পরিচালত ‘কলঙ্ক’ ছবিটিও অনলাইনে ফাঁস করা হয়েছিল। বারবার এ ধরনের ঘটনা ঘটার পরও কেন এই ওয়েবসাইটি নিয়ে পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও অ্যাভেঞ্জার্স: দ্যা ইনফিনিটি ওয়ার দেখার পর থেকেই অ্যাভেঞ্জার্স এন্ডগেম নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এটিই অ্যাভেঞ্জার্সের শেষ সিরিজ। হিন্দি, ইংরাজি, তামিল ও তেলুগু এই চারটি ভাষাতে এদেশে ছবিটি মুক্তি পাচ্ছে। শোনা যাচ্ছে, অ্যাভেঞ্জার্সের শেষ সিরিজ অ্যাভেঞ্জার্স এন্ডগেম দেখতে এদেশে টিকিট বিক্রির হার প্রতি সেকেন্ডে ১৮। ইতিমধ্যেই এই ছবিটি বহু হলিউড ছবির রেকর্ড ভেঙেছে। বুক মাই শোর অধিকর্তা জানান, তাদের আশা এই ছবিটি আরো অনেক রেকর্ড ভাঙবে। এদিকে টিকিটের চাহিদার জন্য টিকিটের দামও ক্রমাগত বাড়ছে। ভারতে ২ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই ছবিটি। ভারতের বিভিন্ন শহরে ছবিটির সকালের দিকে টিকিটের দাম শুরু হয়েছে ৩৫০ টাকা থেকে। সন্ধ্যায় শোগুলিতে টিকিটের দাম ৭৫০ টাকা থেকে শুরু। কলকাতায় ছবিটির টিকিটের দাম ২৫০ টাকা থেকে শুরু। ঢাকার স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুক্তির আগেই অনলাইনে ফাঁস অ্যাভেঞ্জার্স এন্ডগেম

আপলোড টাইম : ১০:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

বিনোদন ডেস্ক: পাইরেসির হাত থেকে রক্ষা পেলো না মার্ভেলের সুপার হিরোরাও। শুক্রবার বিশ্বব্যাপী মু্ক্িত পায় অ্যান্থনি রুশো ও জো রুশের এই ছবি। কিন্তু মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়েছে ছবিটি। কিছুদিন আগে তামিলরকার্স ওয়েব সাইটে অভিষেক বর্মন পরিচালত ‘কলঙ্ক’ ছবিটিও অনলাইনে ফাঁস করা হয়েছিল। বারবার এ ধরনের ঘটনা ঘটার পরও কেন এই ওয়েবসাইটি নিয়ে পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও অ্যাভেঞ্জার্স: দ্যা ইনফিনিটি ওয়ার দেখার পর থেকেই অ্যাভেঞ্জার্স এন্ডগেম নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এটিই অ্যাভেঞ্জার্সের শেষ সিরিজ। হিন্দি, ইংরাজি, তামিল ও তেলুগু এই চারটি ভাষাতে এদেশে ছবিটি মুক্তি পাচ্ছে। শোনা যাচ্ছে, অ্যাভেঞ্জার্সের শেষ সিরিজ অ্যাভেঞ্জার্স এন্ডগেম দেখতে এদেশে টিকিট বিক্রির হার প্রতি সেকেন্ডে ১৮। ইতিমধ্যেই এই ছবিটি বহু হলিউড ছবির রেকর্ড ভেঙেছে। বুক মাই শোর অধিকর্তা জানান, তাদের আশা এই ছবিটি আরো অনেক রেকর্ড ভাঙবে। এদিকে টিকিটের চাহিদার জন্য টিকিটের দামও ক্রমাগত বাড়ছে। ভারতে ২ হাজার ৫০০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই ছবিটি। ভারতের বিভিন্ন শহরে ছবিটির সকালের দিকে টিকিটের দাম শুরু হয়েছে ৩৫০ টাকা থেকে। সন্ধ্যায় শোগুলিতে টিকিটের দাম ৭৫০ টাকা থেকে শুরু। কলকাতায় ছবিটির টিকিটের দাম ২৫০ টাকা থেকে শুরু। ঢাকার স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।