ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক প্রয়াত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৯১ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মৃত্যুবরণ করেছেন। ৯১ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবদ্দশায় দেশটির চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে ১৯৮১ সাল থেকে টানা প্রায় ৩০ বছর ক্ষমতায় ছিলেন তিনি। তবে ২০১১ সালে এক মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া আরব বসন্ত বিদ্রোহের মুখে তার পতন হয়। জনপ্রিয় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষোভকারী হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু ২০১৭ সালে ওই রায় থেকে মুক্তি দেয়া হয় তাকে। তার এই নিষ্কৃতিতে হতবাক হন বেশিরভাগ মিসরীয়। তার মুক্তির বিরুদ্ধে বিক্ষোভ হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ঠিক কী কারণে মোবারকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মিসরের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, রাজধানী কাইরোর গালা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মোবারকের। সেখানে এক রোগের জন্য সার্জারি করা হয়েছিল তার। তবে কিসের সার্জারি তা জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম অনুসারে, তার স্বাস্থ্য অবনতির দিকে ছিল। এর বেশিকিছু জানানো হয়নি। মোবারকের এক ছেলে আলা সপ্তাহান্তে জানিয়েছিলেন, তার বাবা এক সার্জারি শেষে ইনটেনসিভ কেয়ারে আছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক প্রয়াত

আপলোড টাইম : ০৯:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০

বিশ্ব প্রতিবেদন
মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মৃত্যুবরণ করেছেন। ৯১ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবদ্দশায় দেশটির চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে ১৯৮১ সাল থেকে টানা প্রায় ৩০ বছর ক্ষমতায় ছিলেন তিনি। তবে ২০১১ সালে এক মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া আরব বসন্ত বিদ্রোহের মুখে তার পতন হয়। জনপ্রিয় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষোভকারী হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। কিন্তু ২০১৭ সালে ওই রায় থেকে মুক্তি দেয়া হয় তাকে। তার এই নিষ্কৃতিতে হতবাক হন বেশিরভাগ মিসরীয়। তার মুক্তির বিরুদ্ধে বিক্ষোভ হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ঠিক কী কারণে মোবারকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মিসরের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, রাজধানী কাইরোর গালা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মোবারকের। সেখানে এক রোগের জন্য সার্জারি করা হয়েছিল তার। তবে কিসের সার্জারি তা জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম অনুসারে, তার স্বাস্থ্য অবনতির দিকে ছিল। এর বেশিকিছু জানানো হয়নি। মোবারকের এক ছেলে আলা সপ্তাহান্তে জানিয়েছিলেন, তার বাবা এক সার্জারি শেষে ইনটেনসিভ কেয়ারে আছেন।