ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মার্ভেল-সনির সম্পর্কে ফের সুবাতাস, মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • / ২৫৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন:
পুরনো তিক্ততা ভুলে ফের হাত মিলিয়েছে মার্ভেল সিনেমাটিক স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্ট। দুনিয়াজুড়ে অসংখ্য মার্ভেল ভক্তের কথা মাথায় রেখেই দুই সংস্থা আগামী স্পাইডারম্যান ছবিতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ফলে স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি মার্ভেল স্টুডিওতেই হতে যাচ্ছে। সনি পিকচার্স এবং ওয়াল্ট ডিজনি স্টুডিও সম্প্রতি স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ঘোষণা দিয়েছে। সনি এবং মার্ভেলের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবিটি। ২০২১ সালের ১৬ জুলাই ছবিটি মুক্তি পাবে। এছাড়াও বলা হয়, পরবর্তী মার্ভেল সিনেমাগুলোতেও থাকবে স্পাইডারম্যানের চরিত্রটি। গত মাসে স্পাইডারম্যান চরিত্রটি নিয়ে একটি প্রস্তাবে অসম্মতি জানিয়েছিল ওয়ার্ল্ড ডিজনি মালিকানাধীন মার্ভেল স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্ট দুই প্রতিষ্ঠানই। স্পাইডারম্যানের ছবিতে কেভিন ফাইগি অর্থ লগ্নি করুক, ডিজনি সেটা চাইছিল না। তাই স্পাইডার-ম্যান ফ্রাঞ্চাইজির কোনো ছবিতেই প্রযোজক হিসেবে কেভিন ফাইগির নাম থাকুক, তা চাইছিল না ডিজনি। মূলত ছবিগুলোর লভ্যাংশ ভাগাভাগি নিয়েই এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়েছে। ডিজনির এমন সিদ্ধান্তে স্পাইডারম্যান সিরিজটি তো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছি। সেই সঙ্গে, মার্ভেলের অন্যান্য ছবিতেও স্পাইডারম্যান চরিত্রটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে সুখবর হলো, সব বাজে অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবারও এক হয়েছে মার্ভেল ও সনি। দুনিয়াজুড়ে অসংখ্য মার্ভেল ভক্তের কথা মাথায় রেখেই দুই সংস্থা জুটি হয়েছে পুনরায়। তারা এক হয়েছে স্পাইডারম্যান নির্মাণ প্রসঙ্গেও।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মার্ভেল-সনির সম্পর্কে ফের সুবাতাস, মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান

আপলোড টাইম : ১০:৫৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

বিনোদন প্রতিবেদন:
পুরনো তিক্ততা ভুলে ফের হাত মিলিয়েছে মার্ভেল সিনেমাটিক স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্ট। দুনিয়াজুড়ে অসংখ্য মার্ভেল ভক্তের কথা মাথায় রেখেই দুই সংস্থা আগামী স্পাইডারম্যান ছবিতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ফলে স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি মার্ভেল স্টুডিওতেই হতে যাচ্ছে। সনি পিকচার্স এবং ওয়াল্ট ডিজনি স্টুডিও সম্প্রতি স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির ঘোষণা দিয়েছে। সনি এবং মার্ভেলের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবিটি। ২০২১ সালের ১৬ জুলাই ছবিটি মুক্তি পাবে। এছাড়াও বলা হয়, পরবর্তী মার্ভেল সিনেমাগুলোতেও থাকবে স্পাইডারম্যানের চরিত্রটি। গত মাসে স্পাইডারম্যান চরিত্রটি নিয়ে একটি প্রস্তাবে অসম্মতি জানিয়েছিল ওয়ার্ল্ড ডিজনি মালিকানাধীন মার্ভেল স্টুডিও আর সনি এন্টারটেইনমেন্ট দুই প্রতিষ্ঠানই। স্পাইডারম্যানের ছবিতে কেভিন ফাইগি অর্থ লগ্নি করুক, ডিজনি সেটা চাইছিল না। তাই স্পাইডার-ম্যান ফ্রাঞ্চাইজির কোনো ছবিতেই প্রযোজক হিসেবে কেভিন ফাইগির নাম থাকুক, তা চাইছিল না ডিজনি। মূলত ছবিগুলোর লভ্যাংশ ভাগাভাগি নিয়েই এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়েছে। ডিজনির এমন সিদ্ধান্তে স্পাইডারম্যান সিরিজটি তো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছি। সেই সঙ্গে, মার্ভেলের অন্যান্য ছবিতেও স্পাইডারম্যান চরিত্রটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছিল। অবশেষে সুখবর হলো, সব বাজে অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবারও এক হয়েছে মার্ভেল ও সনি। দুনিয়াজুড়ে অসংখ্য মার্ভেল ভক্তের কথা মাথায় রেখেই দুই সংস্থা জুটি হয়েছে পুনরায়। তারা এক হয়েছে স্পাইডারম্যান নির্মাণ প্রসঙ্গেও।