ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মারা গেলেন ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
  • / ২৪৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সড়ক দুর্ঘটনায় আহত পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু শেষ পর্যন্ত মারাই গেলেন তিনি। রোববার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমরুলের বাবা বানি আমিন বিশ্বাস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ইমরুলের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছে তার সতীর্থ তাসকিন আহমেদ। তবে ইমরুলকে মুঠোফোনে পাওয়া যায়নি। গত ২৩ শে মার্চ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ৬০ বছর বয়সী বানি আমিন বিশ্বাস। বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামনে ঘটা দুর্ঘটনায় আহত হন তিনি। স্থানীয়রা তাকে আঘাতপ্রাপ্ত অবস্থায় ভর্তি করে মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরে সেখান থেকে তাকে চিকিৎসকের পরামর্শে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। গণমাধ্যমকে স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি জানান, মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর (নছিমন) সঙ্গে ধাক্কায় আহত হন বানি আমিন বিশ্বাস। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। এছাড়া কানেও আঘাত পান তিনি। এরপর শারীরিক পরিস্থিতির অবনতি হলে ইমরুল কায়েস বিমানে করে বাবাকে ঢাকায় নিয়ে আসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মারা গেলেন ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা

আপলোড টাইম : ১১:১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০

সমীকরণ প্রতিবেদন:
সড়ক দুর্ঘটনায় আহত পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন ইমরুল কায়েস। কিন্তু শেষ পর্যন্ত মারাই গেলেন তিনি। রোববার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমরুলের বাবা বানি আমিন বিশ্বাস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ইমরুলের বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছে তার সতীর্থ তাসকিন আহমেদ। তবে ইমরুলকে মুঠোফোনে পাওয়া যায়নি। গত ২৩ শে মার্চ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ৬০ বছর বয়সী বানি আমিন বিশ্বাস। বেলা ১০ টার দিকে মেহেরপুর-কাথুলি সড়কে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামনে ঘটা দুর্ঘটনায় আহত হন তিনি। স্থানীয়রা তাকে আঘাতপ্রাপ্ত অবস্থায় ভর্তি করে মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরে সেখান থেকে তাকে চিকিৎসকের পরামর্শে নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। গণমাধ্যমকে স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ওসি জানান, মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেহেরপুর আসার পথে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের পাশে একটি আলমসাধুর (নছিমন) সঙ্গে ধাক্কায় আহত হন বানি আমিন বিশ্বাস। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। এছাড়া কানেও আঘাত পান তিনি। এরপর শারীরিক পরিস্থিতির অবনতি হলে ইমরুল কায়েস বিমানে করে বাবাকে ঢাকায় নিয়ে আসেন।