ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মারপিট শিখতে থাইল্যান্ডে পাঠানো হবে বাপ্পীকে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • / ৩০৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন:
দুটি ছবির শুটিং চলছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর। ছবি দুটি হলো দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ এবং বেলাল সানির ‘ডেঞ্জার জোন’। এর মধ্যে ‘যুদ্ধ’ নামে নতুন একটি ছবিতে যুক্ত হলেন বাপ্পী চৌধুরী। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। তিনি জানান, আগামী মে মাসে ছবিটির শুটিং শুরু হতে পারে। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘আই ডোন্ট কেয়ার’ ও ‘ওয়ান ওয়ে’ নামে পরপর তিনটি ছবিতে কাজ করেছেন বাপ্পী। তিনি বলেন, ‘ইফতেখার চৌধুরীর সঙ্গে বেশ কয়েকটি কাজ করেছি। তাঁর সঙ্গে কাজ করার ক্ষেত্রে বোঝাপড়া বেশ ভালো। প্রায় তিন বছর পর তাঁর সঙ্গে আবার নতুন একটি কাজ হতে যাচ্ছে।’ ছবির প্রযোজক সনেট কুমার সাহা জানান, দেশীয় গল্পের অ্যাকশন ঘরানার এই ছবিতে কাজের জন্য ফাইট অনুশীলন করতে মার্চ মাসে থাইল্যান্ডে পাঠানো হবে বাপ্পীকে। সেখানে তিন সপ্তাহ অনুশীলন করবেন বাপ্পী। ছবিটির নায়িকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা দেখা গেছে। সেখানে ‘যুদ্ধ’ ছবিতে বাপ্পীর বিপরীতে ববির অভিনয় করার কথা উঠে এসেছে। ববি নিজেও জানিয়েছেন, পরিচালকের সঙ্গে কেবল প্রাথমিক আলাপ হয়েছে, এখনো চূড়ান্ত কিছু নয়। তবে ছবির প্রযোজক জানালেন, ছবিতে ববির থাকার সম্ভাবনা নেই। কলকাতা থেকে নায়িকা নেওয়া হচ্ছে। ছবির প্রযোজক বলেন, ‘দুজনের সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে একজনকে চূড়ান্ত করব। তার আগেই নাম প্রকাশ করা ঠিক হবে হবে না।’ ‘যুদ্ধ’ ছবিটির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির। গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল কমল সরকার পরিচালিত বাপ্পী চৌধুরীর ‘পাগলামি’ ছবিটি। অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রটি ১৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমোদন পেয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মারপিট শিখতে থাইল্যান্ডে পাঠানো হবে বাপ্পীকে

আপলোড টাইম : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০

বিনোদন প্রতিবেদন:
দুটি ছবির শুটিং চলছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর। ছবি দুটি হলো দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ এবং বেলাল সানির ‘ডেঞ্জার জোন’। এর মধ্যে ‘যুদ্ধ’ নামে নতুন একটি ছবিতে যুক্ত হলেন বাপ্পী চৌধুরী। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। তিনি জানান, আগামী মে মাসে ছবিটির শুটিং শুরু হতে পারে। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘আই ডোন্ট কেয়ার’ ও ‘ওয়ান ওয়ে’ নামে পরপর তিনটি ছবিতে কাজ করেছেন বাপ্পী। তিনি বলেন, ‘ইফতেখার চৌধুরীর সঙ্গে বেশ কয়েকটি কাজ করেছি। তাঁর সঙ্গে কাজ করার ক্ষেত্রে বোঝাপড়া বেশ ভালো। প্রায় তিন বছর পর তাঁর সঙ্গে আবার নতুন একটি কাজ হতে যাচ্ছে।’ ছবির প্রযোজক সনেট কুমার সাহা জানান, দেশীয় গল্পের অ্যাকশন ঘরানার এই ছবিতে কাজের জন্য ফাইট অনুশীলন করতে মার্চ মাসে থাইল্যান্ডে পাঠানো হবে বাপ্পীকে। সেখানে তিন সপ্তাহ অনুশীলন করবেন বাপ্পী। ছবিটির নায়িকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা দেখা গেছে। সেখানে ‘যুদ্ধ’ ছবিতে বাপ্পীর বিপরীতে ববির অভিনয় করার কথা উঠে এসেছে। ববি নিজেও জানিয়েছেন, পরিচালকের সঙ্গে কেবল প্রাথমিক আলাপ হয়েছে, এখনো চূড়ান্ত কিছু নয়। তবে ছবির প্রযোজক জানালেন, ছবিতে ববির থাকার সম্ভাবনা নেই। কলকাতা থেকে নায়িকা নেওয়া হচ্ছে। ছবির প্রযোজক বলেন, ‘দুজনের সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে একজনকে চূড়ান্ত করব। তার আগেই নাম প্রকাশ করা ঠিক হবে হবে না।’ ‘যুদ্ধ’ ছবিটির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির। গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল কমল সরকার পরিচালিত বাপ্পী চৌধুরীর ‘পাগলামি’ ছবিটি। অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রটি ১৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমোদন পেয়েছে।