ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মানুষের জন্য অহংকার শোভনীয় নয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৪২৪ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না- এ কথা বারবার পবিত্র কোরানে কারিমে উল্লেখ করা হয়েছে। এ কথার ব্যাখ্যায় সূরা লোকমানে বলা রয়েছে, ‘অহংকার মানুষের চলনে-বলনে এবং ওঠা-বসায় প্রকাশ পায়। নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা হতেই এ দাম্ভিকতার উৎপত্তি এবং এর ফলেই কাজে ও কথায় অন্যকে তুচ্ছজ্ঞান করার হীনম্মন্যতা সৃষ্টি হয়। পৃথিবীতে যত সংঘাত-সংঘর্ষ, রক্তপাত এবং অশান্তির সৃষ্টি হয়েছে এর মূলে দাম্ভিকতাই প্রধান কারণ। দম্ভবোধকে সংযত এবং বিলুপ্ত করার সাধনাই সব ধর্ম মত ও পথের লক্ষ্য-উদ্দেশ্য। যিনি যতটুকু দম্ভবোধের হাত হতে রক্ষা পাবেন তিনি ততটুকুই আত্মার দিক থেকে উৎকর্ষের উচ্চতর পর্যায়ে আরোহণ করবেন। অহংকার করা মানুষের পক্ষে শোভা পায় না। তা মানুষের পক্ষে অনাধিকার চর্চা করার নামান্তর। এ সম্পর্কে হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ বলেন, ‘অহংকার আমারই চাদর, তোমরা তাকে নিয়ে টানাটানি কর না।’ আজাজিল নামক উচ্চতম ফেরেশতাও অহংকারের কারণে অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মানুষের জন্য অহংকার শোভনীয় নয়

আপলোড টাইম : ০৯:২৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

ধর্ম ডেস্ক: অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না- এ কথা বারবার পবিত্র কোরানে কারিমে উল্লেখ করা হয়েছে। এ কথার ব্যাখ্যায় সূরা লোকমানে বলা রয়েছে, ‘অহংকার মানুষের চলনে-বলনে এবং ওঠা-বসায় প্রকাশ পায়। নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা হতেই এ দাম্ভিকতার উৎপত্তি এবং এর ফলেই কাজে ও কথায় অন্যকে তুচ্ছজ্ঞান করার হীনম্মন্যতা সৃষ্টি হয়। পৃথিবীতে যত সংঘাত-সংঘর্ষ, রক্তপাত এবং অশান্তির সৃষ্টি হয়েছে এর মূলে দাম্ভিকতাই প্রধান কারণ। দম্ভবোধকে সংযত এবং বিলুপ্ত করার সাধনাই সব ধর্ম মত ও পথের লক্ষ্য-উদ্দেশ্য। যিনি যতটুকু দম্ভবোধের হাত হতে রক্ষা পাবেন তিনি ততটুকুই আত্মার দিক থেকে উৎকর্ষের উচ্চতর পর্যায়ে আরোহণ করবেন। অহংকার করা মানুষের পক্ষে শোভা পায় না। তা মানুষের পক্ষে অনাধিকার চর্চা করার নামান্তর। এ সম্পর্কে হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ বলেন, ‘অহংকার আমারই চাদর, তোমরা তাকে নিয়ে টানাটানি কর না।’ আজাজিল নামক উচ্চতম ফেরেশতাও অহংকারের কারণে অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে।