ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মানুষের গিবত করার ৮ কারণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • / ৩১৭ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: ইসলামে গিবত বা পরনিন্দা করা মারাত্মক গুনাহ। কাজে বা কথায় একজন অন্যজনের নিন্দা করাকে বলে পরনিন্দা। ইসলামে পরনিন্দাকে গিবত বলে। গিবত করা গুনাহর কাজ। জগদ্বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি (রহ.) গিবতের কারণ নিয়ে গবেষণা করেছিলেন। তিনি একে অপরের গিবত করার আটটি কারণ বের করেছেন। সেগুলো হচ্ছে- ১. মানুষ যখন কারো কোনো কথায় রাগ হয়, রাগের মাথায় সে অন্যের সমালোচনা করে। এতে সে মনে করে প্রতিশোধ গ্রহণ করেছে। এতে তার রাগ কমে। ২. একসঙ্গে বসে কয়েকজন লোক যদি কারো গিবত করে আর সেই সময় যদি কোনো লোক সেখানে এসে উপস্থিত হয়, তখন সেও গিবত করে থাকে। কারণ তার চুপচাপ বসে থাকা কেউ পছন্দ করবে না। ৩. কেউ যদি মনে করে যে, ভবিষ্যতে লোকটি আমার দুর্নাম করতে পারে, তাহলে সে ওই ব্যক্তির নামে কুৎসা রটনা করে। এতে সে বোঝাতে চায়, লোকটি সম্পর্কে সত্য কথা বলায় সে আমার সঙ্গে এমন শত্রুতা করছে। ৪. কারো প্রতি যখন মিথ্যা অপবাদ দেয়া হয় তখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অন্য লোককে অপবাদ দেয়। ৫. নিজের কৃতিত্ব প্রমাণ করার জন্য সাধারণত অন্য লোকের দোষ গেয়ে বেড়ায়। ৬. পরশ্রীকাতর লোক তার সমসাময়িক কোনো লোকের সুনাম সহ্য করতে পারে না। অবশেষে কোনো উপায় না দেখে গিবত করতে থাকে, যেন মানুষের কাছে তার সুনাম নষ্ট হয়। ৭. হাসি-ঠাট্টার জন্য অনেক সময় খেয়াল খুশি মতো একে অন্যের গিবত করে থাকে। ৮. কারো প্রতি ব্যঙ্গবিদ্রুপ এবং উপহাস করার উদ্দেশ্যে অনেক সময় গিবত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মানুষের গিবত করার ৮ কারণ

আপলোড টাইম : ১০:৫২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

ধর্ম ডেস্ক: ইসলামে গিবত বা পরনিন্দা করা মারাত্মক গুনাহ। কাজে বা কথায় একজন অন্যজনের নিন্দা করাকে বলে পরনিন্দা। ইসলামে পরনিন্দাকে গিবত বলে। গিবত করা গুনাহর কাজ। জগদ্বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি (রহ.) গিবতের কারণ নিয়ে গবেষণা করেছিলেন। তিনি একে অপরের গিবত করার আটটি কারণ বের করেছেন। সেগুলো হচ্ছে- ১. মানুষ যখন কারো কোনো কথায় রাগ হয়, রাগের মাথায় সে অন্যের সমালোচনা করে। এতে সে মনে করে প্রতিশোধ গ্রহণ করেছে। এতে তার রাগ কমে। ২. একসঙ্গে বসে কয়েকজন লোক যদি কারো গিবত করে আর সেই সময় যদি কোনো লোক সেখানে এসে উপস্থিত হয়, তখন সেও গিবত করে থাকে। কারণ তার চুপচাপ বসে থাকা কেউ পছন্দ করবে না। ৩. কেউ যদি মনে করে যে, ভবিষ্যতে লোকটি আমার দুর্নাম করতে পারে, তাহলে সে ওই ব্যক্তির নামে কুৎসা রটনা করে। এতে সে বোঝাতে চায়, লোকটি সম্পর্কে সত্য কথা বলায় সে আমার সঙ্গে এমন শত্রুতা করছে। ৪. কারো প্রতি যখন মিথ্যা অপবাদ দেয়া হয় তখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অন্য লোককে অপবাদ দেয়। ৫. নিজের কৃতিত্ব প্রমাণ করার জন্য সাধারণত অন্য লোকের দোষ গেয়ে বেড়ায়। ৬. পরশ্রীকাতর লোক তার সমসাময়িক কোনো লোকের সুনাম সহ্য করতে পারে না। অবশেষে কোনো উপায় না দেখে গিবত করতে থাকে, যেন মানুষের কাছে তার সুনাম নষ্ট হয়। ৭. হাসি-ঠাট্টার জন্য অনেক সময় খেয়াল খুশি মতো একে অন্যের গিবত করে থাকে। ৮. কারো প্রতি ব্যঙ্গবিদ্রুপ এবং উপহাস করার উদ্দেশ্যে অনেক সময় গিবত করা হয়।