ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মাথাভাঙ্গা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / ৩৬ বার পড়া হয়েছে

দর্শনা রামনগর গ্রামের বাসিন্দাদের ডিসি বরাবর স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা রামনগর গ্রামের বাসিন্দাদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় গ্রামবাসীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ‘মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের’ সভাপতি হামিদুল হক মুন্সী, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, নদী পরিব্রাজক দল ও চুয়াডাঙ্গার সদস্য হাবিবি জহির রায়হান। গ্রামবাসীর পক্ষে ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোমিনুল ইসলাম, নজির আহম্মেদ, মনিরুজ্জামান রুনু, মুকুল হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারকলিপিটি গ্রহণ করেন। এবং তিনি বলেন, ‘আমাদের জেলায় সরকার ঘোষিত কোনো বালুমহল নেই, সুতরাং বালু উত্তোলন ও বিক্রির সুযোগও নেই এবং নেই প্রয়োজন। ইতোমধ্যে আমাদের অফিসার যেয়ে বন্ধ করে দিয়েছে এবং আর যাতে বালু উত্তোলন না করতে পারে তার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। এদিকে, পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলীকেও স্মারকলিপির অনুলিপি প্রদান করে দর্শনা রামনগর গ্রামবাসী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মাথাভাঙ্গা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে

আপলোড টাইম : ০৮:৪৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১

দর্শনা রামনগর গ্রামের বাসিন্দাদের ডিসি বরাবর স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দর্শনা রামনগর গ্রামের বাসিন্দাদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় গ্রামবাসীর আন্দোলনের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ‘মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের’ সভাপতি হামিদুল হক মুন্সী, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, নদী পরিব্রাজক দল ও চুয়াডাঙ্গার সদস্য হাবিবি জহির রায়হান। গ্রামবাসীর পক্ষে ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোমিনুল ইসলাম, নজির আহম্মেদ, মনিরুজ্জামান রুনু, মুকুল হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারকলিপিটি গ্রহণ করেন। এবং তিনি বলেন, ‘আমাদের জেলায় সরকার ঘোষিত কোনো বালুমহল নেই, সুতরাং বালু উত্তোলন ও বিক্রির সুযোগও নেই এবং নেই প্রয়োজন। ইতোমধ্যে আমাদের অফিসার যেয়ে বন্ধ করে দিয়েছে এবং আর যাতে বালু উত্তোলন না করতে পারে তার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। এদিকে, পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলীকেও স্মারকলিপির অনুলিপি প্রদান করে দর্শনা রামনগর গ্রামবাসী।