ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মাছের ঘাটতি মেটাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • / ২৭৪ বার পড়া হয়েছে

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পোনা অবমুক্তকরণ
সমীকরণ ডেস্ক:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার এই দুই জেলার বিভিন্ন উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এদিকে, গত মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হয়েছে। সপ্তাহটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০-এর শুভ উদ্বোধন করেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে মাছের পোনা অবমুক্ত করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় তিনি বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত আমাদের প্রধান খাদ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দিয়েছেন। চুয়াডাঙ্গায় মাছের ঘাটতি মেটাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘাটতি পূরণে বিল-নার্সারি কার্যক্রম, মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি, ধানক্ষেতে মাছ চাষ, পুকুরে পুকুরে মাছ চাষ, খাঁচায় মাছ চাষ, মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে জেলার উৎপাদনে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন, সদর উপজেলা ফার্ম ম্যানেজার ও সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুর রহমান প্রমুখ।
পরে সন্ধ্যা ৬টায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে। আজ মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে সকাল ৮টায় ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও সকাল ১০টায় মৎস্যবিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মধুপুর আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উক্ত পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, মো. আব্দুল মালেক, মোছা. শাহিনা আক্তার, মো. আব্দুল হান্নান, ক্ষেত্র সহকারী মো. হাবিবুর রহমান, মো. সুমন আহমেদ প্রমুখ। এছাড়াও আশ্রয়ণ প্রকল্পের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দামুড়হুদা:

দামুড়হুদায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুুবলপুর আশ্রয়ণ কেন্দ্রের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ৪০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজাসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি ও জেলেরা। একই দিনে কুড়ুলগাছি রায়সার বিলের ধারে মৎস্য চাষি ও জেলেদেরকে ভিডিও প্রামাণ্য চিত্র দেখানো হয়।
মেহেরপুর অফিস:

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন খান, শহিদ সাদিক হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মাছের ঘাটতি মেটাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে

আপলোড টাইম : ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পোনা অবমুক্তকরণ
সমীকরণ ডেস্ক:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার এই দুই জেলার বিভিন্ন উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এদিকে, গত মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হয়েছে। সপ্তাহটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০-এর শুভ উদ্বোধন করেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে মাছের পোনা অবমুক্ত করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় তিনি বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত আমাদের প্রধান খাদ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দিয়েছেন। চুয়াডাঙ্গায় মাছের ঘাটতি মেটাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘাটতি পূরণে বিল-নার্সারি কার্যক্রম, মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি, ধানক্ষেতে মাছ চাষ, পুকুরে পুকুরে মাছ চাষ, খাঁচায় মাছ চাষ, মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে জেলার উৎপাদনে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন, সদর উপজেলা ফার্ম ম্যানেজার ও সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা হামিদুর রহমান প্রমুখ।
পরে সন্ধ্যা ৬টায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে। আজ মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে সকাল ৮টায় ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও সকাল ১০টায় মৎস্যবিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে মধুপুর আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উক্ত পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, মো. আব্দুল মালেক, মোছা. শাহিনা আক্তার, মো. আব্দুল হান্নান, ক্ষেত্র সহকারী মো. হাবিবুর রহমান, মো. সুমন আহমেদ প্রমুখ। এছাড়াও আশ্রয়ণ প্রকল্পের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দামুড়হুদা:

দামুড়হুদায় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুুবলপুর আশ্রয়ণ কেন্দ্রের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ৪০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজাসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি ও জেলেরা। একই দিনে কুড়ুলগাছি রায়সার বিলের ধারে মৎস্য চাষি ও জেলেদেরকে ভিডিও প্রামাণ্য চিত্র দেখানো হয়।
মেহেরপুর অফিস:

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা জাকির হোসেন খান, শহিদ সাদিক হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।