ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্ত থেকে আরও ছয়জন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • / ২৬৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ছয়জন নাগরিককে আটক করেছে বিজিবি। সকালে তাঁদের আটক করা হয়। আটকের মধ্যে রয়েছেন একজন পুরুষ, একজন নারী ও চারজন অপ্রাপ্ত বয়স্ক শিশু। ঝিনাইদহ জেলার মহেশপুর কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করে। মহেশপুর খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (উপঅধিনায়ক) কামরুল হাসান জানান, আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে কাজের সন্ধানে ভারতে যান। সেখান থেকে তাঁরা চাপের মুখে বাধ্য হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাঁদের আটক করা হয়। আটক ছয়জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত থেকে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তবে আটক হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেনে ওই কর্মকর্তা। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২৪৮ জনকে আটক করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মহেশপুর সীমান্ত থেকে আরও ছয়জন আটক

আপলোড টাইম : ০৯:৫৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ অব্যহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার ছয়জন নাগরিককে আটক করেছে বিজিবি। সকালে তাঁদের আটক করা হয়। আটকের মধ্যে রয়েছেন একজন পুরুষ, একজন নারী ও চারজন অপ্রাপ্ত বয়স্ক শিশু। ঝিনাইদহ জেলার মহেশপুর কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রামের মাঠ থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করে। মহেশপুর খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (উপঅধিনায়ক) কামরুল হাসান জানান, আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে কাজের সন্ধানে ভারতে যান। সেখান থেকে তাঁরা চাপের মুখে বাধ্য হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে তাঁদের আটক করা হয়। আটক ছয়জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত থেকে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তবে আটক হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেনে ওই কর্মকর্তা। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২৪৮ জনকে আটক করা হয়েছে।