ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মহেশপুরে ৮০ লাখ টাকার হেরোইন উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • / ১৭২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দত্তনগর:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ ও খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) যৌথ অভিযানে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। গত বুধবার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির নিকটস্থ পুরাতন কোলা থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক লে. কর্নেল কামরুল আহসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন উপজেলার সামন্তা বিওপির নিকটস্থ পুরাতন কোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে লুৎফর রহমান (৪২) দীর্ঘদিন যাবৎ ভারতীয় চোরাকারবারির ব্যবসা করে আসছেন। তাঁরা আরও জানতে পারেন লুৎফর রহমান ভারত থেকে হেরোইন আমদানি করে পাচারের উদ্দেশ্যে তাঁর বাড়িতে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে তাঁরা লুৎফর রহমানের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। কিন্তু অভিযানের সময় লুৎফর রহমান বাড়িতে না থাকায় তাঁকে আটক করতে পারেননি তাঁরা। পরে লুৎফর হেমানকে পলাতক আসামি করে তাঁর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মহেশপুরে ৮০ লাখ টাকার হেরোইন উদ্ধার

আপলোড টাইম : ১০:২২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯

প্রতিবেদক, দত্তনগর:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ ও খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) যৌথ অভিযানে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা। গত বুধবার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা বিওপির নিকটস্থ পুরাতন কোলা থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক লে. কর্নেল কামরুল আহসান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ শাখার উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন উপজেলার সামন্তা বিওপির নিকটস্থ পুরাতন কোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে লুৎফর রহমান (৪২) দীর্ঘদিন যাবৎ ভারতীয় চোরাকারবারির ব্যবসা করে আসছেন। তাঁরা আরও জানতে পারেন লুৎফর রহমান ভারত থেকে হেরোইন আমদানি করে পাচারের উদ্দেশ্যে তাঁর বাড়িতে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে তাঁরা লুৎফর রহমানের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। কিন্তু অভিযানের সময় লুৎফর রহমান বাড়িতে না থাকায় তাঁকে আটক করতে পারেননি তাঁরা। পরে লুৎফর হেমানকে পলাতক আসামি করে তাঁর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।