ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মসজিদের মুয়াজ্জিনের ওপর অতর্কিত হামলা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
  • / ১২৭ বার পড়া হয়েছে

মুজিবনগর অফিস:
মুজিবনগরে শাহার আলি (৬০) নামের এক মুয়াজ্জিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর বারারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। জখম শাহার আলী গোপালপুর বারারিতলা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছিলেন শাহার আলি। মসজিদের গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত তিনজন তার ওপরে ধারালো ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় মুয়াজ্জিনের চিৎকারে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ গতকালই তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার অফিসার ইনাচার্জ (ওসি) আবদুল হাসেম বলেন, কী কারণে এ হামলা, তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে কয়েকটি বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ চালানো হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মসজিদের মুয়াজ্জিনের ওপর অতর্কিত হামলা!

আপলোড টাইম : ০৯:১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০

মুজিবনগর অফিস:
মুজিবনগরে শাহার আলি (৬০) নামের এক মুয়াজ্জিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর বারারিতলা গ্রামে এ ঘটনা ঘটে। জখম শাহার আলী গোপালপুর বারারিতলা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছিলেন শাহার আলি। মসজিদের গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত তিনজন তার ওপরে ধারালো ছুরি দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় মুয়াজ্জিনের চিৎকারে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ গতকালই তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার অফিসার ইনাচার্জ (ওসি) আবদুল হাসেম বলেন, কী কারণে এ হামলা, তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে কয়েকটি বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ চালানো হচ্ছে।