ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মদ্যপ চালকের বেপরোয়া গতির আলমসাধুর ধাক্কা : বৃদ্ধ নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • / ৩৪১ বার পড়া হয়েছে

নামাজ শেষে বাড়ি ফেরার সময় দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর বকচত্বরে গিয়ে বিপত্তি

দর্শনা/দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর মহাসড়কের রামনগর বকচত্বরে অবৈধযান আলমসাধু চাপায় ফজলুর রহমান ওরফে মোড়ল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি উপজেলার রামনগর গ্রামের মৃত ভালাই মন্ডলের ছেলে। রবিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে আলমসাধু চালালে এ দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়।
জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে দর্শনা রামনগরের শেষপাড়ার মৃত ভোলাই মোন্ডলের ছেলে ফজলুর রহমান ওরফে মোড়ল (৫৫) যোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে রাস্তার পাশ দিয়ে বাড়ির উদ্যেশ্যে যাচ্ছিলেন। এ সময় দর্শনা-রামনগর অভিমুখে যাওয়া বিচালী ব্যবসায়ী জিরাট গ্রামের শেষপাড়ার হকার ছেলে আলমসাধু চালক আব্বাস (৪৫) প্রতিদিনের ন্যায় বিচালী বিক্রি করে দর্শনা মদের ভাটিখানা থেকে মদপান করে বেপরোয়া গতিতে যাচ্ছিলেন। এসময় রামনগরের বকচত্বর পার হয়ে আলমসাধু নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া মোড়কে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে থাকা স্থানীয় জনগন আলমসাধুর নিচ থেকে মোড়লকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায়। মোড়লের উদ্ধারকারী একই গ্রামের শাহিন জানান, দুর্ঘটনায় আলমসাধু নিয়ন্ত্রন হারিয়ে উল্টে এসে মোড়লের শরীরের উপর পড়ায় তার বুকের এক পাশ ভেঙ্গে যায় এবং মারাত্মক জখম হওয়ায় সে মারা যায়। তবে মাতাল আলমসাধু চালক আব্বাসও গুরুতর আহত হয়। তবে নিহত মোড়লের পরিবারের পক্ষে আলমসাধু চালকের উপর অভিযোগ না থাকায় গতকাল বাদ এশা জানাযা শেষে গ্রামের কবরস্থানে তার লাশের দাফনকার্য সম্পন্ন হয়েছে বলে তার পরিবার পক্ষ জানায়। নিহত সহজ-সরল মোড়লের আকস্মিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) শোনিত কুমার গায়েন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মদ্যপ চালকের বেপরোয়া গতির আলমসাধুর ধাক্কা : বৃদ্ধ নিহত

আপলোড টাইম : ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭

নামাজ শেষে বাড়ি ফেরার সময় দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর বকচত্বরে গিয়ে বিপত্তি

দর্শনা/দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর মহাসড়কের রামনগর বকচত্বরে অবৈধযান আলমসাধু চাপায় ফজলুর রহমান ওরফে মোড়ল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি উপজেলার রামনগর গ্রামের মৃত ভালাই মন্ডলের ছেলে। রবিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে আলমসাধু চালালে এ দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়।
জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে দর্শনা রামনগরের শেষপাড়ার মৃত ভোলাই মোন্ডলের ছেলে ফজলুর রহমান ওরফে মোড়ল (৫৫) যোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়ে রাস্তার পাশ দিয়ে বাড়ির উদ্যেশ্যে যাচ্ছিলেন। এ সময় দর্শনা-রামনগর অভিমুখে যাওয়া বিচালী ব্যবসায়ী জিরাট গ্রামের শেষপাড়ার হকার ছেলে আলমসাধু চালক আব্বাস (৪৫) প্রতিদিনের ন্যায় বিচালী বিক্রি করে দর্শনা মদের ভাটিখানা থেকে মদপান করে বেপরোয়া গতিতে যাচ্ছিলেন। এসময় রামনগরের বকচত্বর পার হয়ে আলমসাধু নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়া মোড়কে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে থাকা স্থানীয় জনগন আলমসাধুর নিচ থেকে মোড়লকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যায়। মোড়লের উদ্ধারকারী একই গ্রামের শাহিন জানান, দুর্ঘটনায় আলমসাধু নিয়ন্ত্রন হারিয়ে উল্টে এসে মোড়লের শরীরের উপর পড়ায় তার বুকের এক পাশ ভেঙ্গে যায় এবং মারাত্মক জখম হওয়ায় সে মারা যায়। তবে মাতাল আলমসাধু চালক আব্বাসও গুরুতর আহত হয়। তবে নিহত মোড়লের পরিবারের পক্ষে আলমসাধু চালকের উপর অভিযোগ না থাকায় গতকাল বাদ এশা জানাযা শেষে গ্রামের কবরস্থানে তার লাশের দাফনকার্য সম্পন্ন হয়েছে বলে তার পরিবার পক্ষ জানায়। নিহত সহজ-সরল মোড়লের আকস্মিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) শোনিত কুমার গায়েন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।