ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মডেল অভিনেত্রী সারিকার সিদ্ধান্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
  • / ৬৩৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন
একটা সময় ছোট পর্দার নাটক ও বিজ্ঞাপনের কাজে বেশ ব্যস্ত ছিলেন মডেল-অভিনেত্রী সারিকা। তবে এখন অনেকটাই কম দেখা যায় তাকে। কাজ কমিয়ে দিয়েছেন তিনি। খুব বেছে বেছে ভালো মানের নাটক-টেলিছবিতে শুধু কাজ করছেন। তাছাড়া বর্তমানে শুটিংয়ের বাইরে কোনো অনুষ্ঠানেও তেমন একটা দেখা মেলে না সারিকার। শুটিংয়ের বাইরের সময়টা একমাত্র কন্যাকেই দেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে সারিকা বলেন, আমর শিডিউলটা এখন এরকমই। শুটিং টু বাসা। বাসা টু শুটিং। এর বাইরে কোথাও আড্ডা দেয়া হয় না খুব একটা। কারণ শুটিং শেষ করে আমার মেয়েকে সময় দেই। ওর সঙ্গে সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এ এক অন্যরকম অনুভূতি। ওর কাছে গেলে আমার সব কষ্ট যেন দূর হয়ে যায়। সময় যে কখন যায় টেরই পাই না! এদিকে অভিনয় বিষয়ে সারিকা বলেন, সত্যি বলতে গল্পে নতুনত্ব না থাকলে কাজ করতে ইচ্ছে করে না। তাই গতানুগতিক গল্প কিংবা চরিত্রের কাজ করতে চাই না। একটা সময় আমি অনেক কাজ করেছি। ভালো-মন্দ অনেক গল্পের নাটকে কাজ করতে হয়েছে। কিন্তু এখন এ পর্যায়ে এসে সব ধরনের কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেছে বেছে ভালো গল্পের কাজ করার চেষ্টা করছি। নতুনত্ব আছে এমন গল্প ও চরিত্র খুঁজছি। দর্শকের হৃদয়ে নাড়া দেবে এমন গল্পেই অভিনয় করতে চাই। আশা করছি সামনে বেশ কিছু তেমনই কাজে আমাকে দর্শকরা পাবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মডেল অভিনেত্রী সারিকার সিদ্ধান্ত

আপলোড টাইম : ০৭:১৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০

বিনোদন প্রতিবেদন
একটা সময় ছোট পর্দার নাটক ও বিজ্ঞাপনের কাজে বেশ ব্যস্ত ছিলেন মডেল-অভিনেত্রী সারিকা। তবে এখন অনেকটাই কম দেখা যায় তাকে। কাজ কমিয়ে দিয়েছেন তিনি। খুব বেছে বেছে ভালো মানের নাটক-টেলিছবিতে শুধু কাজ করছেন। তাছাড়া বর্তমানে শুটিংয়ের বাইরে কোনো অনুষ্ঠানেও তেমন একটা দেখা মেলে না সারিকার। শুটিংয়ের বাইরের সময়টা একমাত্র কন্যাকেই দেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে সারিকা বলেন, আমর শিডিউলটা এখন এরকমই। শুটিং টু বাসা। বাসা টু শুটিং। এর বাইরে কোথাও আড্ডা দেয়া হয় না খুব একটা। কারণ শুটিং শেষ করে আমার মেয়েকে সময় দেই। ওর সঙ্গে সময় কাটাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। এ এক অন্যরকম অনুভূতি। ওর কাছে গেলে আমার সব কষ্ট যেন দূর হয়ে যায়। সময় যে কখন যায় টেরই পাই না! এদিকে অভিনয় বিষয়ে সারিকা বলেন, সত্যি বলতে গল্পে নতুনত্ব না থাকলে কাজ করতে ইচ্ছে করে না। তাই গতানুগতিক গল্প কিংবা চরিত্রের কাজ করতে চাই না। একটা সময় আমি অনেক কাজ করেছি। ভালো-মন্দ অনেক গল্পের নাটকে কাজ করতে হয়েছে। কিন্তু এখন এ পর্যায়ে এসে সব ধরনের কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। খুব বেছে বেছে ভালো গল্পের কাজ করার চেষ্টা করছি। নতুনত্ব আছে এমন গল্প ও চরিত্র খুঁজছি। দর্শকের হৃদয়ে নাড়া দেবে এমন গল্পেই অভিনয় করতে চাই। আশা করছি সামনে বেশ কিছু তেমনই কাজে আমাকে দর্শকরা পাবেন।