ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মউরার হ্যাটট্রিকে ঐতিহাসিক ফাইনালে টটেনহ্যাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯
  • / ২৯১ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: দুই গোলে পিছিয়ে পড়েও লুকাস মউরার জাদুতে দারুণ প্রত্যাবর্তন। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের হ্যাটট্রিকে বুধবার রাতে আয়াক্সকে ৩-২ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল হটস্পার। তাই দুই লেগ মিলে ৩-৩ এ সমতা হলেও অ্যাওয়ে গোলের সুবাদে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত হয় ইংলিশ জায়ান্টদের। সেমিফাইনালে বার্সাকে হারিয়ে এর আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে লিভারপুল। এবার টটেনহ্যাম যাওয়ায় ফাইনালটি হচ্ছে অল ইংলিশ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয়বারের মতো হচ্ছে এই অল ইংলিশ ফাইনাল। এর আগে ২০০৭-০৮ আসরে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ইউরোপ সেরার মুকুটের জন্য লড়াই করে। আগামী ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেয়ে যায় আয়াক্স। দুসান তাদিচের নীচু শট কর্নারের বিনিময়ে ঠেকান টটেনহ্যাম গোলরক্ষক লরিস। তবে সেই কর্নার থেকেই দারুণ হেডে মাতাইস দি লিট আয়াক্সকে এগিয়ে নেন। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকিম জাইয়েক। বাঁ দিক থেকে স্বদেশি মিডফিল্ডার ফন দে বেকের কাটব্যাক থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে বল জালে জড়ান ডাচ মিডফিল্ডার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মউরার হ্যাটট্রিকে ঐতিহাসিক ফাইনালে টটেনহ্যাম

আপলোড টাইম : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯

খেলাধুলা ডেস্ক: দুই গোলে পিছিয়ে পড়েও লুকাস মউরার জাদুতে দারুণ প্রত্যাবর্তন। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের হ্যাটট্রিকে বুধবার রাতে আয়াক্সকে ৩-২ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল হটস্পার। তাই দুই লেগ মিলে ৩-৩ এ সমতা হলেও অ্যাওয়ে গোলের সুবাদে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত হয় ইংলিশ জায়ান্টদের। সেমিফাইনালে বার্সাকে হারিয়ে এর আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে লিভারপুল। এবার টটেনহ্যাম যাওয়ায় ফাইনালটি হচ্ছে অল ইংলিশ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয়বারের মতো হচ্ছে এই অল ইংলিশ ফাইনাল। এর আগে ২০০৭-০৮ আসরে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি ইউরোপ সেরার মুকুটের জন্য লড়াই করে। আগামী ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেয়ে যায় আয়াক্স। দুসান তাদিচের নীচু শট কর্নারের বিনিময়ে ঠেকান টটেনহ্যাম গোলরক্ষক লরিস। তবে সেই কর্নার থেকেই দারুণ হেডে মাতাইস দি লিট আয়াক্সকে এগিয়ে নেন। ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকিম জাইয়েক। বাঁ দিক থেকে স্বদেশি মিডফিল্ডার ফন দে বেকের কাটব্যাক থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে বল জালে জড়ান ডাচ মিডফিল্ডার।