ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতে ইউপি সদস্যসহ ২ জনের অর্থদন্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮
  • / ৪০৬ বার পড়া হয়েছে

জীবননগরে অবৈধভাবে ভেকু ও ড্রেজার দিয়ে সরকারি জমির মাটি কর্তন
জীবননগর অফিস: জীবননগর উপজেলার কাশিপুর বড় বিলে অবৈধ ও অপরিকল্পিতভাবে ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ২ জনকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডিত ব্যক্তিরা হলেন- উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত তাহাজুদ্দিন মন্ডলের ছেলে কেডিকে ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বর মো. কাইদার (৪৮) এবং যশোর পোষ্ট অফিসপাড়ার আবুল কালামের ছেলে পাওয়ার ব্রিক্সের ম্যানেজার মো. মামুন (৩২)।
জানা গেছে, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের বড় বিলে বর্তমানে পানি নেই। ফলে এলাকার পাওয়ার ব্রিক্স নামের এক প্রতিষ্ঠানের মালিক সাইদুর রহমান তার ভাই ইউপি মেম্বর কাইদার ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার মামুনের সহযোগিতায় পাওয়ার ব্রিক্স সরকারীভাবে ইজারার অনুমতি ছাড়ায় ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা সরেজমিনে উপস্থিত হন। সেখানে যেয়ে একটি মাটি কাটার (ভেকু) ও ৪টি ট্রাক্টর জব্দ করে গাড়িগুলো থানা হেফাজতে দেয় এবং পাওয়ার ব্রিক্সের ম্যানেজার ও মালিকের ভাই ইউপি মেম্বরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০৯ এর ৫ম তফসিলের ৫ ও ১২ ধারার অপরাধে ভাটার ম্যানেজারকে ১৫ হাজার টাকা ও ইউপি মেম্বারকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, নাজমুল হোসাইন, আ. মান্নান মেম্বর, আবুল হাসেম মাষ্টাসহ এলাকার স্থানীয় জনগণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভ্রাম্যমাণ আদালতে ইউপি সদস্যসহ ২ জনের অর্থদন্ড

আপলোড টাইম : ০৫:৫০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮

জীবননগরে অবৈধভাবে ভেকু ও ড্রেজার দিয়ে সরকারি জমির মাটি কর্তন
জীবননগর অফিস: জীবননগর উপজেলার কাশিপুর বড় বিলে অবৈধ ও অপরিকল্পিতভাবে ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ২ জনকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডিত ব্যক্তিরা হলেন- উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত তাহাজুদ্দিন মন্ডলের ছেলে কেডিকে ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বর মো. কাইদার (৪৮) এবং যশোর পোষ্ট অফিসপাড়ার আবুল কালামের ছেলে পাওয়ার ব্রিক্সের ম্যানেজার মো. মামুন (৩২)।
জানা গেছে, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামের বড় বিলে বর্তমানে পানি নেই। ফলে এলাকার পাওয়ার ব্রিক্স নামের এক প্রতিষ্ঠানের মালিক সাইদুর রহমান তার ভাই ইউপি মেম্বর কাইদার ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার মামুনের সহযোগিতায় পাওয়ার ব্রিক্স সরকারীভাবে ইজারার অনুমতি ছাড়ায় ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা সরেজমিনে উপস্থিত হন। সেখানে যেয়ে একটি মাটি কাটার (ভেকু) ও ৪টি ট্রাক্টর জব্দ করে গাড়িগুলো থানা হেফাজতে দেয় এবং পাওয়ার ব্রিক্সের ম্যানেজার ও মালিকের ভাই ইউপি মেম্বরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০৯ এর ৫ম তফসিলের ৫ ও ১২ ধারার অপরাধে ভাটার ম্যানেজারকে ১৫ হাজার টাকা ও ইউপি মেম্বারকে ১০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, নাজমুল হোসাইন, আ. মান্নান মেম্বর, আবুল হাসেম মাষ্টাসহ এলাকার স্থানীয় জনগণ।