ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভোটের হুইসেল বাজলেও গ্রেফতার আতঙ্কে মাঠে নামতে পারেনি ঐক্যফ্রন্ট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
  • / ৩৪৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ৩৪৭ মামলায় ৪১ হাজার ৭৪২ জন আসামী
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ঐক্যফ্রন্টের শরীক দল বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের শত শত নেতাকর্মি এখনো বাড়ি ফিরতে পারেনি। গ্রেফতার আতঙ্ক ও একাধিক মামলার হুলিয়া নিয়ে জেলা পর্যায়ের শীর্ষ নেতা থেকে ওায়াড পর্যায়ের নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেফতার ও হয়রানি বন্ধে সরকারের সুস্পষ্ট ঘোষণা না আসায় ভোটের হুইসেল বাজলেও বাড়ি ফিরতে পারছেন না ঐক্যফ্রন্টের শরীক দল বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের শত শত নেতাকর্মিরা। তাদের বিরুদ্ধে এখন বিভিন্ন থানায় ৩৪৭টি মামলা। এসব মামলায় আসামি হয়েছেন ৪১ হাজার ৭৪২ জন। এসব নেতাকর্মিদের অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। কারো কারো মাঠের ধান পেকে গেলেও কাটতে পারছেন না। অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে জেলা থেকে তৃনমুল পর্যায়ের নেতাকর্মিরা। এছাড়া ভোটের দিন সম্ভব্য পোলিং এজেন্ট হতে পারে এমন সব কর্মিদেরও তালিকা করে খোঁজা হয়েছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাক এ্যাড. আব্দুল মজিদ জানান, গত ১০ বছরে বিএনপি ও তার শরীকরা কোন মিছিল মিটিং ও সমাবেশ করতে না পারলেও একের পর এক নাশকতার পরিকল্পনা দেখিয়ে মামলা করা হয়েছে। নাশকতার পাশাপাশি অস্ত্র, মাদক ও বোমা নিয়ে রাজনৈতিক নেতাকর্মিদের চালান দেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব সরকারের কাছে যে মামলার তালিকা দিয়েছে তাতে ৩৪৭টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির দেয়া তথ্যমতে, গত দুই সপ্তাহ আগেও ঝিনাইদহ, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জে নতুন করে ৮ মামলায় ৪’শ জন আসামী করা হয়েছে। সব মিলিয়ে মোট মামলার সংখ্যা ৩৪৭টি।
ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর থেকে কেন্দ্রে পাঠানো এক প্রতিবেদন থেকে জানা যায়, এ পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলায় বিএনপি নেতাকর্মিদের বিরুদ্ধে মামলার সংখ্যা ৩৬৬। এসব মামলায় আসামী রয়েছে ৪১ হাজার ৩৪২ জন। সূত্রমতে, এর মধ্যে ঝিনাইদহ সদর থানায় ১১২টি মামলায় আসামী হয়েছেন ১২ হাজার ৫১৫ জন, হরিণাকু-ুতে ৮১ মামলায় আসামী ৯ হাজার ৫’শ, শৈলকুপায় ৫১টি মামলায় আসামী ৫ হাজার ৬’শ জন, কালীগঞ্জে ৪৯টি মামলায় ৪ হাজার ৫’শ জন, কোটচাঁদপুরে ৩২টি মামলায় ৪ হাজার ১১৫ জন ও মহেশপুর উপজেলায় ৪১টি মামলায় ৫ হাজার ১১২ জনকে আসামী করা হয়েছে। সর্বোচ্চ মামলা হয়েছে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। তার নামে ২৫টি মামলা করা হয়েছে বলে বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মসিউর রহমান মুঠোফোনে জানান, গত ১০/১১ বছরে ঝিনাইদহের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। নেতাকর্মিদের উপর যেভাবে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে তা এক কথায় ছিল ভয়াবহ। তিনি বলেন, এখনো নেতাকর্মিরা নিজ এলাকায় ফিরতে পারেনি। তারা অজানা আতঙ্কে রয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভোটের হুইসেল বাজলেও গ্রেফতার আতঙ্কে মাঠে নামতে পারেনি ঐক্যফ্রন্ট

আপলোড টাইম : ০৯:৪৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮

ঝিনাইদহে ৩৪৭ মামলায় ৪১ হাজার ৭৪২ জন আসামী
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ঐক্যফ্রন্টের শরীক দল বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের শত শত নেতাকর্মি এখনো বাড়ি ফিরতে পারেনি। গ্রেফতার আতঙ্ক ও একাধিক মামলার হুলিয়া নিয়ে জেলা পর্যায়ের শীর্ষ নেতা থেকে ওায়াড পর্যায়ের নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেফতার ও হয়রানি বন্ধে সরকারের সুস্পষ্ট ঘোষণা না আসায় ভোটের হুইসেল বাজলেও বাড়ি ফিরতে পারছেন না ঐক্যফ্রন্টের শরীক দল বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোটের শত শত নেতাকর্মিরা। তাদের বিরুদ্ধে এখন বিভিন্ন থানায় ৩৪৭টি মামলা। এসব মামলায় আসামি হয়েছেন ৪১ হাজার ৭৪২ জন। এসব নেতাকর্মিদের অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। কারো কারো মাঠের ধান পেকে গেলেও কাটতে পারছেন না। অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে জেলা থেকে তৃনমুল পর্যায়ের নেতাকর্মিরা। এছাড়া ভোটের দিন সম্ভব্য পোলিং এজেন্ট হতে পারে এমন সব কর্মিদেরও তালিকা করে খোঁজা হয়েছে।
ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাক এ্যাড. আব্দুল মজিদ জানান, গত ১০ বছরে বিএনপি ও তার শরীকরা কোন মিছিল মিটিং ও সমাবেশ করতে না পারলেও একের পর এক নাশকতার পরিকল্পনা দেখিয়ে মামলা করা হয়েছে। নাশকতার পাশাপাশি অস্ত্র, মাদক ও বোমা নিয়ে রাজনৈতিক নেতাকর্মিদের চালান দেয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব সরকারের কাছে যে মামলার তালিকা দিয়েছে তাতে ৩৪৭টি মামলার কথা উল্লেখ করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির দেয়া তথ্যমতে, গত দুই সপ্তাহ আগেও ঝিনাইদহ, হরিণাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জে নতুন করে ৮ মামলায় ৪’শ জন আসামী করা হয়েছে। সব মিলিয়ে মোট মামলার সংখ্যা ৩৪৭টি।
ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর থেকে কেন্দ্রে পাঠানো এক প্রতিবেদন থেকে জানা যায়, এ পর্যন্ত ঝিনাইদহের ৬ উপজেলায় বিএনপি নেতাকর্মিদের বিরুদ্ধে মামলার সংখ্যা ৩৬৬। এসব মামলায় আসামী রয়েছে ৪১ হাজার ৩৪২ জন। সূত্রমতে, এর মধ্যে ঝিনাইদহ সদর থানায় ১১২টি মামলায় আসামী হয়েছেন ১২ হাজার ৫১৫ জন, হরিণাকু-ুতে ৮১ মামলায় আসামী ৯ হাজার ৫’শ, শৈলকুপায় ৫১টি মামলায় আসামী ৫ হাজার ৬’শ জন, কালীগঞ্জে ৪৯টি মামলায় ৪ হাজার ৫’শ জন, কোটচাঁদপুরে ৩২টি মামলায় ৪ হাজার ১১৫ জন ও মহেশপুর উপজেলায় ৪১টি মামলায় ৫ হাজার ১১২ জনকে আসামী করা হয়েছে। সর্বোচ্চ মামলা হয়েছে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। তার নামে ২৫টি মামলা করা হয়েছে বলে বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা মসিউর রহমান মুঠোফোনে জানান, গত ১০/১১ বছরে ঝিনাইদহের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। নেতাকর্মিদের উপর যেভাবে অত্যাচার ও নির্যাতন করা হয়েছে তা এক কথায় ছিল ভয়াবহ। তিনি বলেন, এখনো নেতাকর্মিরা নিজ এলাকায় ফিরতে পারেনি। তারা অজানা আতঙ্কে রয়েছেন।