ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারত-রাশিয়া প্রতিরক্ষা চুক্তিতে আমেরিকার প্রতিক্রিয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
  • / ৩৫৩ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: আমেরিকার নিষেধকে তোয়াক্কা না করে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল ভারত৷ ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ মিসাইল কিনবে ভারত৷ ঐতিহাসিক এই চুক্তির পরই প্রতিক্রিয়া এল আমেরিকা থেকে৷ অনেকের আশঙ্কা ছিল এবার হয়তো মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ভারতকে৷ তবে যা প্রতিক্রিয়া এসেছে তাতে মার্কিন ঝাঁঝ বেশ কম৷রাশিয়াকে শাস্তি দিতে গত বছর অগস্টে একটি আইন পাশ হয় মার্কিন মুলুকে৷ কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভাইজারি থ্রু স্যাংশনস অ্যাক্ট বা কাটসা আইনে বলা হয়েছে, তৃতীয় কোনও দেশ রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা লেনদেন করলে তাকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে৷এর আগে চিন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনায় আমেরিকার রোষের শিকার হয় ভারতের ক্ষেত্রেও সেইরকমই আশঙ্কা করা হয়েছিল৷ কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে আমেরিকা জানিয়েছে, মার্কিন সহযোগী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে বাধা হয়ে দাঁড়ানোর উদ্দেশে কাটসা আইন জারি করা হয়নি৷ বরং রাশিয়াকে শায়েস্তা করতে এই আইন চালু করা হয়েছে৷ রুশ প্রতিরক্ষাক্ষেত্রে অর্থের যোগান বন্ধ করতে এই আইন৷ জানিয়েছে মার্কিন প্রশাসনের এক মুখপাত্র৷

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারত-রাশিয়া প্রতিরক্ষা চুক্তিতে আমেরিকার প্রতিক্রিয়া

আপলোড টাইম : ০৮:৪৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮

বিশ্ব ডেস্ক: আমেরিকার নিষেধকে তোয়াক্কা না করে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল ভারত৷ ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ মিসাইল কিনবে ভারত৷ ঐতিহাসিক এই চুক্তির পরই প্রতিক্রিয়া এল আমেরিকা থেকে৷ অনেকের আশঙ্কা ছিল এবার হয়তো মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে ভারতকে৷ তবে যা প্রতিক্রিয়া এসেছে তাতে মার্কিন ঝাঁঝ বেশ কম৷রাশিয়াকে শাস্তি দিতে গত বছর অগস্টে একটি আইন পাশ হয় মার্কিন মুলুকে৷ কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভাইজারি থ্রু স্যাংশনস অ্যাক্ট বা কাটসা আইনে বলা হয়েছে, তৃতীয় কোনও দেশ রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা লেনদেন করলে তাকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে৷এর আগে চিন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনায় আমেরিকার রোষের শিকার হয় ভারতের ক্ষেত্রেও সেইরকমই আশঙ্কা করা হয়েছিল৷ কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে আমেরিকা জানিয়েছে, মার্কিন সহযোগী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়নে বাধা হয়ে দাঁড়ানোর উদ্দেশে কাটসা আইন জারি করা হয়নি৷ বরং রাশিয়াকে শায়েস্তা করতে এই আইন চালু করা হয়েছে৷ রুশ প্রতিরক্ষাক্ষেত্রে অর্থের যোগান বন্ধ করতে এই আইন৷ জানিয়েছে মার্কিন প্রশাসনের এক মুখপাত্র৷