ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে ‘৩ তালাক’ বলা হবে ফৌজদারি অপরাধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • / ৩৭৯ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: মুসলিম নাগরিকদের ‘তিন তালাক’ বলে স্ত্রীকে ছেড়ে দেওয়ার আইনটি বাতিলের প্রস্তাব পাস করেছে ভারতের লোকসভা। লোকসভায় গতকাল বৃহস্পতিবার পাস হওয়া বিলটি এখন যাবে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়; আইনটি সংশোধন হলে স্ত্রীকে ‘তিন তালাক’ বলে ছেড়ে দেওয়াটা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে ভারতে। ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি মুখে তিন বার ‘তালাক’ উচ্চারণ করেই তার স্ত্রীকে ছেড়ে দিতে পারেন; তবে অনেক মুসলিম দেশেই এভাবে বিধান আইনিভাবে কার্যকর নয়। ভারতে মুসলিম নারী আইনে এই বিধানটি থেকে যাওয়ায় সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে এভাবে বিচ্ছেদকে অবৈধ ঘোষণা করে। তার পরিপ্রেক্ষিতে আইন সংশোধনের উদ্যোগের প্রথম পর্যায়ে লোকসভায় বিলটি তোলার দিনই কণ্ঠভোটে এটি পাস হল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিজেপি সরকারের আনা বিলে বিরোধী বিভিন্ন দলের সদস্যরা সংশোধনী প্রস্তাব দিলে তাও নাকচ হয়ে যায় কণ্ঠভোটে। পার্লামেন্টে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিল পাসে কোনো জটিলতায় পড়তে হয়নি তাদের। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি তার স্ত্রীকে মুখে, লিখে কিংবা কোনো ইলেকট্রনিক মাধ্যমে তিন তালাক বলা হবে অবৈধ। এই ধরনের অপরাধের সাজা হবে তিন বছরের কারাদ- এবং জরিমানা। বিলটি পাসের আগে আলোচনায় আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, “আমরা শরিয়ায় কোনো হস্তক্ষেপ করছি না। “এই আইনটি নারীদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য করা হচ্ছে। এক্ষেত্রে ধর্ম কিংবা প্রথা বিবেচনা করা হয়নি।” এই আইনটি নিয়ে ‘রাজনীতি’ না করতে অন্য দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সাংবাদিক এম জে আকবর কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বিলটি পাসের বিরোধীদের সব কথা উড়িয়ে দেন। তিনি বলেন, ভারতের নয় কোটি মুসলিম নারী তালাক নিয়ে যে আতঙ্কে থাকত, তাদের মুক্তি দিয়েছে এই আইনটি। এতে তাদের বেদনার উপশম ঘটল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতে ‘৩ তালাক’ বলা হবে ফৌজদারি অপরাধ

আপলোড টাইম : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭

সমীকরণ ডেস্ক: মুসলিম নাগরিকদের ‘তিন তালাক’ বলে স্ত্রীকে ছেড়ে দেওয়ার আইনটি বাতিলের প্রস্তাব পাস করেছে ভারতের লোকসভা। লোকসভায় গতকাল বৃহস্পতিবার পাস হওয়া বিলটি এখন যাবে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়; আইনটি সংশোধন হলে স্ত্রীকে ‘তিন তালাক’ বলে ছেড়ে দেওয়াটা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে ভারতে। ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি মুখে তিন বার ‘তালাক’ উচ্চারণ করেই তার স্ত্রীকে ছেড়ে দিতে পারেন; তবে অনেক মুসলিম দেশেই এভাবে বিধান আইনিভাবে কার্যকর নয়। ভারতে মুসলিম নারী আইনে এই বিধানটি থেকে যাওয়ায় সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে এভাবে বিচ্ছেদকে অবৈধ ঘোষণা করে। তার পরিপ্রেক্ষিতে আইন সংশোধনের উদ্যোগের প্রথম পর্যায়ে লোকসভায় বিলটি তোলার দিনই কণ্ঠভোটে এটি পাস হল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিজেপি সরকারের আনা বিলে বিরোধী বিভিন্ন দলের সদস্যরা সংশোধনী প্রস্তাব দিলে তাও নাকচ হয়ে যায় কণ্ঠভোটে। পার্লামেন্টে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিল পাসে কোনো জটিলতায় পড়তে হয়নি তাদের। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি তার স্ত্রীকে মুখে, লিখে কিংবা কোনো ইলেকট্রনিক মাধ্যমে তিন তালাক বলা হবে অবৈধ। এই ধরনের অপরাধের সাজা হবে তিন বছরের কারাদ- এবং জরিমানা। বিলটি পাসের আগে আলোচনায় আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, “আমরা শরিয়ায় কোনো হস্তক্ষেপ করছি না। “এই আইনটি নারীদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য করা হচ্ছে। এক্ষেত্রে ধর্ম কিংবা প্রথা বিবেচনা করা হয়নি।” এই আইনটি নিয়ে ‘রাজনীতি’ না করতে অন্য দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সাংবাদিক এম জে আকবর কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বিলটি পাসের বিরোধীদের সব কথা উড়িয়ে দেন। তিনি বলেন, ভারতের নয় কোটি মুসলিম নারী তালাক নিয়ে যে আতঙ্কে থাকত, তাদের মুক্তি দিয়েছে এই আইনটি। এতে তাদের বেদনার উপশম ঘটল।