ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে ২৪ ঘণ্টা জ্বলছে চুল্লি, তবুও লাশের স্তূপ শ্মশানে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / ১৬২ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক:
ভারতে করোনা ভাইরাসে যেন মৃত্যুর মিছিল লেগেছে। এক দিকে লাশের সৎকার চলছে চুল্লিতে। অপরদিকে তা শেষ না হতেই শ্মশানে এসে জমছে আরো লাশ। দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে এত দিন শুধুমাত্র বৈদ্যুতিক চুল্লিতে সৎকার চলছিল। তাতে কুলাতে না পেরে সম্প্রতি কাঠের চিতায় লাশের সৎকার চলছে। কিন্তু তাতেও হিমশিম খেতে হচ্ছে দিল্লির নিগম বোধ শ্মশান কর্তৃপক্ষকে। দিনভর চিতার আগুন ও ধোঁয়ায় চোখে জ্বালা ধরে গেলেও, সব লাশ সৎকার করে উঠতে পারছে না শ্মশানকর্মীরা। জানুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ভারতে ছয় হাজার ৬৪২ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধুমাত্র দিল্লিতে প্রাণ হারিয়েছে ৭০৮ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে চললেও, কোভিড-১৯ এ যারা মারা গেছে, তাদের সবাইকে শ্মশানে দাহ করা যাচ্ছে না। নিগম বোধ ছাড়া অন্য তিনটি শ্মশান এবং দুটি কবরস্থানে তাদের দাহ করতে হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতে ২৪ ঘণ্টা জ্বলছে চুল্লি, তবুও লাশের স্তূপ শ্মশানে

আপলোড টাইম : ০৮:৫৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০

বিশ্ব ডেস্ক:
ভারতে করোনা ভাইরাসে যেন মৃত্যুর মিছিল লেগেছে। এক দিকে লাশের সৎকার চলছে চুল্লিতে। অপরদিকে তা শেষ না হতেই শ্মশানে এসে জমছে আরো লাশ। দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে এত দিন শুধুমাত্র বৈদ্যুতিক চুল্লিতে সৎকার চলছিল। তাতে কুলাতে না পেরে সম্প্রতি কাঠের চিতায় লাশের সৎকার চলছে। কিন্তু তাতেও হিমশিম খেতে হচ্ছে দিল্লির নিগম বোধ শ্মশান কর্তৃপক্ষকে। দিনভর চিতার আগুন ও ধোঁয়ায় চোখে জ্বালা ধরে গেলেও, সব লাশ সৎকার করে উঠতে পারছে না শ্মশানকর্মীরা। জানুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ভারতে ছয় হাজার ৬৪২ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে শুধুমাত্র দিল্লিতে প্রাণ হারিয়েছে ৭০৮ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে চললেও, কোভিড-১৯ এ যারা মারা গেছে, তাদের সবাইকে শ্মশানে দাহ করা যাচ্ছে না। নিগম বোধ ছাড়া অন্য তিনটি শ্মশান এবং দুটি কবরস্থানে তাদের দাহ করতে হচ্ছে।