ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে বিজেপির নির্বাচনী বহরে হামলা, বিধায়কসহ নিহত ৫

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯
  • / ৩৬৬ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক:
ভারতে লোকসভা নির্বাচনের মাত্র দু’দিন আগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়কের গাড়িবহরে ‘মাওবাদীদের হামলায়’ বিধায়ক ভীমা মা-ভিসহ চার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ছত্তিসগড়ের দন্তেওয়াড়ায় এ হামলা হয়। এদিন বিকেলে দন্তেওয়াড়ার কির-ুল এলাকায় নির্বাচনী প্রচারে যোগ দিয়েছিলেন ভীমা মা-ভি। খবর-এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বিজেপি’র বিধায়ক ভীমা মা-ভি নির্বাচনী প্রচার শেষে গাড়িবহর নিয়ে নকুলনার এলাকায় ফেরার পথে শ্যামগিরির কাছে হামলা চালায় ‘মাওবাদীরা’। এসময় ব্যাপক বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়কসহ পাঁচজনের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, রাস্তার পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণে ভীমাকে বহন করা গাড়ির কিছু অংশ উড়ে যায়। বিস্ফোরণের পর বেঁচে যাওয়া লোকজন বিধ্বস্ত গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে ‘কাছেই লুকিয়ে থাকা মাওবাদীরা তাদের গুলি করে’। প্রসঙ্গত, ছত্তীসগঢ়ে বৃহস্পতিবার প্রথম দফায় দন্তেওয়াড়া আসনে ভোট হবে। দন্তেওয়াড়ার প্রায় পুরো এলাকাই মাওবাদীদের শক্ত ঘাঁটি। তাই ভোটের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল গোটা এলাকায়। এতেও ঠেকানো যায়নি নাশকতা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতে বিজেপির নির্বাচনী বহরে হামলা, বিধায়কসহ নিহত ৫

আপলোড টাইম : ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯

বিশ্ব ডেস্ক:
ভারতে লোকসভা নির্বাচনের মাত্র দু’দিন আগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়কের গাড়িবহরে ‘মাওবাদীদের হামলায়’ বিধায়ক ভীমা মা-ভিসহ চার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে ছত্তিসগড়ের দন্তেওয়াড়ায় এ হামলা হয়। এদিন বিকেলে দন্তেওয়াড়ার কির-ুল এলাকায় নির্বাচনী প্রচারে যোগ দিয়েছিলেন ভীমা মা-ভি। খবর-এনডিটিভি। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বিজেপি’র বিধায়ক ভীমা মা-ভি নির্বাচনী প্রচার শেষে গাড়িবহর নিয়ে নকুলনার এলাকায় ফেরার পথে শ্যামগিরির কাছে হামলা চালায় ‘মাওবাদীরা’। এসময় ব্যাপক বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়কসহ পাঁচজনের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, রাস্তার পাশে পুঁতে রাখা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণে ভীমাকে বহন করা গাড়ির কিছু অংশ উড়ে যায়। বিস্ফোরণের পর বেঁচে যাওয়া লোকজন বিধ্বস্ত গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে ‘কাছেই লুকিয়ে থাকা মাওবাদীরা তাদের গুলি করে’। প্রসঙ্গত, ছত্তীসগঢ়ে বৃহস্পতিবার প্রথম দফায় দন্তেওয়াড়া আসনে ভোট হবে। দন্তেওয়াড়ার প্রায় পুরো এলাকাই মাওবাদীদের শক্ত ঘাঁটি। তাই ভোটের আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল গোটা এলাকায়। এতেও ঠেকানো যায়নি নাশকতা।