ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে কারাভোগের পর আপন ঠিকানায় ফিরল দুই বাংলাদেশী শিশু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
  • / ৩৩১ বার পড়া হয়েছে

দর্শনা অফিস/ দামুড়হুদা প্রতিনিধি: ভারতে দেড় বছর কারাভোগের পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোষ্ট সীমান্ত দিয়ে সূর্য প্রতাপ (১৪) ও নিত্যনন্দন বিশ্বাস ওরফে অনীল বিশ্বাস (১৬) নামে দুই বাংলাদেশী শিশু দেশে ফিরল। রোববার দুপুর ১ টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী বিজিবির কাছে তাদেরকে ফেরত দেয়। ফেরত আসা সূর্য প্রতাপ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাবলাতলা গ্রামের সুরুজ হালদারের ছেলে ও নিত্যনন্দন নড়াইল জেলার কালিয়া উপজেলার সুমারতলা গ্রামের ঠাকুর বিশ্বাসের ছেলে। রোববার বিকেল সাড়ে ৩ টায় শিশু দুটিকে মানবাধিকার সংস্থা রাইটস যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ এস আই আব্দুল হালিম জানান, গত ২০১৬ সালে ০৬ জুলাই সকালে বেনাপোল সীমান্ত দিয়ে দালালচক্রের মাধ্যমে অবৈধ পথে সূর্য প্রতাপ ও নিত্যনন্দন বিশ্বাস ভারতে প্রবেশ করে। এরপর ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদেরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কৃষ্ণনগর সেফহোমে রাখার নির্দেশ দেন। দীর্ঘ দেড় বছর কারাভোগের পর রোববার দুপুরে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয় বিএসএফ।
দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, ফেরত আসা দুই শিশুকে রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে তাদেরকে মানবাধিকার সংস্থা রাইটস যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে। মানবাধিকার সংস্থা রাইটস যশোরের অনুসন্ধান কর্মকর্তা বজুলুর রহমান তাদেরকে পুলিশের কাছ কাছ থেকে তাদেরকে গ্রহণ করেন। তিনি আরও জানান, এই মানবাধিকার সংস্থা শিশু দুটিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
এসময় উপস্থিত ছিলেন, ভারতের পক্ষে বিএসএফ এর সেক্টর কমান্ডার ভগাত সিং ও ইমিগ্রেশন পুলিশ অফিসার তরুন সরকার। বাংলাদেশের পক্ষে দর্শনা কোম্পানী কমান্ডার তোফাজ্জেল হোসেন ও ইমগ্রেশন পুলিশ অফিসার আ. আলীম, দামুড়হুদা থানার এসআই মেজবাসহ সঙ্গীয় ফোর্স।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতে কারাভোগের পর আপন ঠিকানায় ফিরল দুই বাংলাদেশী শিশু

আপলোড টাইম : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮

দর্শনা অফিস/ দামুড়হুদা প্রতিনিধি: ভারতে দেড় বছর কারাভোগের পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোষ্ট সীমান্ত দিয়ে সূর্য প্রতাপ (১৪) ও নিত্যনন্দন বিশ্বাস ওরফে অনীল বিশ্বাস (১৬) নামে দুই বাংলাদেশী শিশু দেশে ফিরল। রোববার দুপুর ১ টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী বিজিবির কাছে তাদেরকে ফেরত দেয়। ফেরত আসা সূর্য প্রতাপ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাবলাতলা গ্রামের সুরুজ হালদারের ছেলে ও নিত্যনন্দন নড়াইল জেলার কালিয়া উপজেলার সুমারতলা গ্রামের ঠাকুর বিশ্বাসের ছেলে। রোববার বিকেল সাড়ে ৩ টায় শিশু দুটিকে মানবাধিকার সংস্থা রাইটস যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে।
দর্শনা চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ এস আই আব্দুল হালিম জানান, গত ২০১৬ সালে ০৬ জুলাই সকালে বেনাপোল সীমান্ত দিয়ে দালালচক্রের মাধ্যমে অবৈধ পথে সূর্য প্রতাপ ও নিত্যনন্দন বিশ্বাস ভারতে প্রবেশ করে। এরপর ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদেরকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কৃষ্ণনগর সেফহোমে রাখার নির্দেশ দেন। দীর্ঘ দেড় বছর কারাভোগের পর রোববার দুপুরে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয় বিএসএফ।
দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, ফেরত আসা দুই শিশুকে রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে তাদেরকে মানবাধিকার সংস্থা রাইটস যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে। মানবাধিকার সংস্থা রাইটস যশোরের অনুসন্ধান কর্মকর্তা বজুলুর রহমান তাদেরকে পুলিশের কাছ কাছ থেকে তাদেরকে গ্রহণ করেন। তিনি আরও জানান, এই মানবাধিকার সংস্থা শিশু দুটিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
এসময় উপস্থিত ছিলেন, ভারতের পক্ষে বিএসএফ এর সেক্টর কমান্ডার ভগাত সিং ও ইমিগ্রেশন পুলিশ অফিসার তরুন সরকার। বাংলাদেশের পক্ষে দর্শনা কোম্পানী কমান্ডার তোফাজ্জেল হোসেন ও ইমগ্রেশন পুলিশ অফিসার আ. আলীম, দামুড়হুদা থানার এসআই মেজবাসহ সঙ্গীয় ফোর্স।