ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ১৪

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • / ১২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর ও জীবননগরের বৃত্তিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পৃথক অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বড়বাদুরিয়া গ্রামের মনোয়ার হোসেন (৩২), মাদারীপুরের রাজৈর উপজেলার প্রবাশ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (২৪), কালকিনী উপজেলার এনায়েতপুর গ্রামের বিরাট মণ্ডলের ছেলে শ্রী বিনয় মণ্ডল (৪৮), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামের সৈয়দ আলীর খার ছেলে আলী আকবর (৪৮), তাঁর স্ত্রী মাসুমা বেগম (৪২), একই উপজেলার বাসানদল গ্রামের হুমায়ন কবীরের ছেলে মুন্না চাপরাশি (২২), তাঁর স্ত্রী হেনা খাতুন (১৯), সন্তান মাসুম চাপরাশি (১.৫), বাপ্পি চাপরাশির স্ত্রী নাজমা বেগম (২৬), তাঁদের সন্তান মারিয়া (৪) ও সুমাইয়া (১০ মাস)।
এদিকে, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত বেনিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জীবননগর উপজেলার বৃত্তিপাড়া গ্রামের মাঠ থেকে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইলাখী গ্রামের ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (২৯), স্ত্রী সুমানা আক্তার (২৪) ও তাঁদের দুই মাসের সন্তান জয়া আক্তারকে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর ও জীবননগর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ১৪

আপলোড টাইম : ১১:২৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর ও জীবননগরের বৃত্তিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পৃথক অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বড়বাদুরিয়া গ্রামের মনোয়ার হোসেন (৩২), মাদারীপুরের রাজৈর উপজেলার প্রবাশ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (২৪), কালকিনী উপজেলার এনায়েতপুর গ্রামের বিরাট মণ্ডলের ছেলে শ্রী বিনয় মণ্ডল (৪৮), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামের সৈয়দ আলীর খার ছেলে আলী আকবর (৪৮), তাঁর স্ত্রী মাসুমা বেগম (৪২), একই উপজেলার বাসানদল গ্রামের হুমায়ন কবীরের ছেলে মুন্না চাপরাশি (২২), তাঁর স্ত্রী হেনা খাতুন (১৯), সন্তান মাসুম চাপরাশি (১.৫), বাপ্পি চাপরাশির স্ত্রী নাজমা বেগম (২৬), তাঁদের সন্তান মারিয়া (৪) ও সুমাইয়া (১০ মাস)।
এদিকে, মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্ত বেনিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জীবননগর উপজেলার বৃত্তিপাড়া গ্রামের মাঠ থেকে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইলাখী গ্রামের ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (২৯), স্ত্রী সুমানা আক্তার (২৪) ও তাঁদের দুই মাসের সন্তান জয়া আক্তারকে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর ও জীবননগর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।