ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে ‘নতুন’ পাকিস্তানের?

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
  • / ২৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রির্পোট: নির্বাচনে গরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরই ‘নতুন’ পাকিস্তান গড়ার প্রত্যয় জানান ইমরান খান। তার ‘নতুন’ পাকিস্তানের পররাষ্ট্রনীতিও বদলে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এনডিটিভি। পাকিস্তানের পররাষ্ট্রনীতির প্রশ্ন আসলেই সবার প্রথমে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি। কেমন হবে পাক-ভারত সম্পর্ক? এ নিয়ে ইমরান খান বলেন, ‘ভারত যদি এক ধাপ এগিয়ে আসে, তাহলে আমরা দুই ধাপ এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে কাশ্মির নিয়ে। কাশ্মির সম্পর্কে আমাদের কথা বলা প্রয়োজন। দোষারোপের খেলা বন্ধ করতে হবে।’ তিনি আরো বলেন, ভারতীয় গণমাধ্যম আমাকে যেভাবে বলিউডের ভিলেনের মতো উপস্থাপন করেছে তাতে আমি একটু হতাশ। ক্রিকেটের কারণে আমি অনেকবার ভারত সফর করেছি এবং আমি ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। “কাশ্মিরের পরিস্থিতি, মানবাধিকার লংঘন, সেখানে সেনা মোতায়েন, কাশ্মিরের জনগণ ভুগছে। নেতৃত্বকে এ থেকে বেরিয়ে আসার উপায় বের করতে হবে,” বলেন ইমরান। তবে ইমরানের এসব মিষ্টি কথাকে তেমন আমলে নিচ্ছে না ভারতীয় গণমাধ্যম।
এনডিটিভি বলছে, পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলে ভারত কিছুটা উদ্বিগ্ন।কট্টরপন্থি তেহরিকে ইনসাফের বিজয় জম্মু ও কাশ্মিরসহ গোটা ভারতের নিরাপত্তা পরিস্থিতিতেই প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা দিল্লির। ইমরান খানের পেছনে সেনাবাহিনীর সমর্থনে ধোয়াশা রয়েছে বলছেন ভারতীয় কূটনীতিকরা। তারা বলছেন, ক্ষমতাসীন হওয়ার পর ইমরান কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন সেটি এখনই বলা সম্ভব নয়। ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ের সাবেক বিশেষ সচিব রানা ব্যানার্জি বলেন, ইমরানের জয়ের পেছনে সেনাবাহিনীর ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ‘পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম দিকে তিনি সেনাবাহিনীর কথার বাইরে যাবেন না। তাই পাকিস্তানের ভারত-নীতিতে আপাতত তেমন কোন পরিবর্তন হবে না’, বলেন রানা। বুধবার পাকিস্তানের ১১ তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিলম্বে প্রকাশিত নির্বাচন কমিশনের ফলাফলে ইমরান খানের তেহরিকে ইনসাফ (পিটিআই) ১১০টি আসন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৬৩ টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪২টি আসনে জয়ী হয়েছে। এখন জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে তেহরিকে ইনসাফ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে ‘নতুন’ পাকিস্তানের?

আপলোড টাইম : ০৭:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮

ডেস্ক রির্পোট: নির্বাচনে গরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরই ‘নতুন’ পাকিস্তান গড়ার প্রত্যয় জানান ইমরান খান। তার ‘নতুন’ পাকিস্তানের পররাষ্ট্রনীতিও বদলে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এনডিটিভি। পাকিস্তানের পররাষ্ট্রনীতির প্রশ্ন আসলেই সবার প্রথমে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি। কেমন হবে পাক-ভারত সম্পর্ক? এ নিয়ে ইমরান খান বলেন, ‘ভারত যদি এক ধাপ এগিয়ে আসে, তাহলে আমরা দুই ধাপ এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে কাশ্মির নিয়ে। কাশ্মির সম্পর্কে আমাদের কথা বলা প্রয়োজন। দোষারোপের খেলা বন্ধ করতে হবে।’ তিনি আরো বলেন, ভারতীয় গণমাধ্যম আমাকে যেভাবে বলিউডের ভিলেনের মতো উপস্থাপন করেছে তাতে আমি একটু হতাশ। ক্রিকেটের কারণে আমি অনেকবার ভারত সফর করেছি এবং আমি ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। “কাশ্মিরের পরিস্থিতি, মানবাধিকার লংঘন, সেখানে সেনা মোতায়েন, কাশ্মিরের জনগণ ভুগছে। নেতৃত্বকে এ থেকে বেরিয়ে আসার উপায় বের করতে হবে,” বলেন ইমরান। তবে ইমরানের এসব মিষ্টি কথাকে তেমন আমলে নিচ্ছে না ভারতীয় গণমাধ্যম।
এনডিটিভি বলছে, পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলে ভারত কিছুটা উদ্বিগ্ন।কট্টরপন্থি তেহরিকে ইনসাফের বিজয় জম্মু ও কাশ্মিরসহ গোটা ভারতের নিরাপত্তা পরিস্থিতিতেই প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা দিল্লির। ইমরান খানের পেছনে সেনাবাহিনীর সমর্থনে ধোয়াশা রয়েছে বলছেন ভারতীয় কূটনীতিকরা। তারা বলছেন, ক্ষমতাসীন হওয়ার পর ইমরান কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন সেটি এখনই বলা সম্ভব নয়। ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ের সাবেক বিশেষ সচিব রানা ব্যানার্জি বলেন, ইমরানের জয়ের পেছনে সেনাবাহিনীর ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ‘পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম দিকে তিনি সেনাবাহিনীর কথার বাইরে যাবেন না। তাই পাকিস্তানের ভারত-নীতিতে আপাতত তেমন কোন পরিবর্তন হবে না’, বলেন রানা। বুধবার পাকিস্তানের ১১ তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিলম্বে প্রকাশিত নির্বাচন কমিশনের ফলাফলে ইমরান খানের তেহরিকে ইনসাফ (পিটিআই) ১১০টি আসন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৬৩ টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪২টি আসনে জয়ী হয়েছে। এখন জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে তেহরিকে ইনসাফ।