ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতীয় মাদকদ্রব্যসহ দু’জন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
  • / ২৩৬ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় দু’জনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথক সময়ে পৃথক অভিযান চালিয়ে আসামীসহ এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী মোড় পাকা রাস্তার উপর হতে ২৩ গ্রাম গাঁজাসহ একই উপজেলার কুড়–লগাছী গ্রামের মৃত আলী হাসানের ছেলে জসিম উদ্দিন (৩২) ও একই গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন (২১) আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০ টাকা। উদ্ধারকৃত গাঁজাসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে বিজিবি।


একইদিন ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মদনা গ্রামের বিলমাঠ আমবাগান থেকে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮শ’ টাকা।
এদিকে, গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড থেকে ২,৭০০ টি ভারতীয় চিকিৎসা সামগ্রী (নিওক্যান আইভি ক্যাথেটার) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।
অপরদিকে, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের মোড় থেকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪শ’ টাকা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতীয় মাদকদ্রব্যসহ দু’জন আটক

আপলোড টাইম : ১০:১৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯

দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় দু’জনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার পৃথক সময়ে পৃথক অভিযান চালিয়ে আসামীসহ এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী মোড় পাকা রাস্তার উপর হতে ২৩ গ্রাম গাঁজাসহ একই উপজেলার কুড়–লগাছী গ্রামের মৃত আলী হাসানের ছেলে জসিম উদ্দিন (৩২) ও একই গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন (২১) আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০ টাকা। উদ্ধারকৃত গাঁজাসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে বিজিবি।


একইদিন ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মদনা গ্রামের বিলমাঠ আমবাগান থেকে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮শ’ টাকা।
এদিকে, গতকাল সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড থেকে ২,৭০০ টি ভারতীয় চিকিৎসা সামগ্রী (নিওক্যান আইভি ক্যাথেটার) উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা।
অপরদিকে, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের মোড় থেকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪শ’ টাকা।