ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতকে ৮০ রানে হারাল নিউজিল্যান্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কিউইরা। ওয়েলিংটনে প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২১৯ রান তোলে নিউজিল্যান্ড। ২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই থেমে যায় টিম ইন্ডিয়া। ভারতকে ৮০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। এটি টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের হার। এ দিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কিউই ওপেনার টিম সেইফার্টের অনবদ্য ৮৪ (৪৩) রানের সৌজন্যে বড় রান তোলে নিউজিল্যান্ড। কলিন মুনরোর ৩৪, কেন উইলিয়ামসনের ৩৪ এবং রস টেইলরের ২৩ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। ভারতীয় বোলারদের এ দিন রীতিমতো নাস্তানাবুদ করেন কিউই ব্যাটসম্যানরা। হার্দিক পাণ্ডিয়া ২টি উইকেট নিলেও ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, ক্রুনাল পাণ্ডিয়া ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট নেন। ২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুর”তে শিখর ধাওয়ান (২৯) ও বিজয় শঙ্কর (২৭) ছাড়া কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি। পাহাড় সমান রানের চাপ নিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি এবং ক্রুনাল পাণ্ডিয়া চেষ্টা করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ক্রুনাল ২০ রানে আউট হন। ধোনি করেন ৩৯ রান। ১৩৯ রানে অল আউট টিম ইন্ডিয়া। কিউইদের হয়ে টিম সাউদি ৩টি উইকেট নেন। ফার্গুসন,স্যান্টনার ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতকে ৮০ রানে হারাল নিউজিল্যান্ড

আপলোড টাইম : ১০:০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯

খেলাধুলা ডেস্ক: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কিউইরা। ওয়েলিংটনে প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২১৯ রান তোলে নিউজিল্যান্ড। ২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই থেমে যায় টিম ইন্ডিয়া। ভারতকে ৮০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। এটি টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের হার। এ দিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কিউই ওপেনার টিম সেইফার্টের অনবদ্য ৮৪ (৪৩) রানের সৌজন্যে বড় রান তোলে নিউজিল্যান্ড। কলিন মুনরোর ৩৪, কেন উইলিয়ামসনের ৩৪ এবং রস টেইলরের ২৩ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে। ভারতীয় বোলারদের এ দিন রীতিমতো নাস্তানাবুদ করেন কিউই ব্যাটসম্যানরা। হার্দিক পাণ্ডিয়া ২টি উইকেট নিলেও ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, ক্রুনাল পাণ্ডিয়া ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট নেন। ২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুর”তে শিখর ধাওয়ান (২৯) ও বিজয় শঙ্কর (২৭) ছাড়া কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি। পাহাড় সমান রানের চাপ নিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি এবং ক্রুনাল পাণ্ডিয়া চেষ্টা করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ক্রুনাল ২০ রানে আউট হন। ধোনি করেন ৩৯ রান। ১৩৯ রানে অল আউট টিম ইন্ডিয়া। কিউইদের হয়ে টিম সাউদি ৩টি উইকেট নেন। ফার্গুসন,স্যান্টনার ও ইশ সোধি ২টি করে উইকেট নেন।