ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতকে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • / ২১৪ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন:
ইমার্জিং এশিয়া কাপের সৌম্য-শান্তর ব্যাটে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে সেমির কাছাকাছি চলে গেল স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৪ রান তুলেছেন শান্ত ও সৌম্যের ব্যাট থেকে এসেছে ৭৩ রান। ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে। আগের ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ দিন বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বিকেএসপিতে ভারতের দেয়া ২৪৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই ওপেনার মোহাম্মদ নাঈমের উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর রানের চাকা সচল রেখে ১৪৪ রানের দারুণ এক জুটি গড়ে তুলেন সৌম্য ও শান্ত। দলীয় ১৫৯ রানের মাথায় বিদায় নেওয়ার আগে সৌম্য’র ব্যাট থেকে আসে ৬৮ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস। তার এই ইনিংস ৭ চার ও ৩ ছক্কায় সাজানো। সৌম্য বিদায় নিলেও ফিফটি হাঁকানো শান্ত সেঞ্চুরির দিকে ছুটতে থাকেন। তবে দলীয় ২০১ রানের মাথায় সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরত্বে থামে বাংলাদেশ দলের অধিনায়কের ইনিংস। তার ৮৮ বলে ৯৪ রানের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো। এরপর ইয়াসির আলী ২১ রান যোগ করে বিদায় নিলেও বাকি পথে নির্বিঘ্নে পাড়ি দেন আফিফ হোসেন ও জাকির হাসান। আফিফ অপরাজিত থাকেন ৩৪ রান নিয়ে। ভারতীয় বোলারদের মধ্যে ১টি করে উইকেট নেন সৌরভ দুবে, সানভির সিং, সিদ্ধার্থ দেশাই ও যশ বিজয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতকে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ

আপলোড টাইম : ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

খেলাধুলা প্রতিবেদন:
ইমার্জিং এশিয়া কাপের সৌম্য-শান্তর ব্যাটে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে সেমির কাছাকাছি চলে গেল স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯৪ রান তুলেছেন শান্ত ও সৌম্যের ব্যাট থেকে এসেছে ৭৩ রান। ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে। আগের ম্যাচে হংকংকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ দিন বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। বিকেএসপিতে ভারতের দেয়া ২৪৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪২.১ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই ওপেনার মোহাম্মদ নাঈমের উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর রানের চাকা সচল রেখে ১৪৪ রানের দারুণ এক জুটি গড়ে তুলেন সৌম্য ও শান্ত। দলীয় ১৫৯ রানের মাথায় বিদায় নেওয়ার আগে সৌম্য’র ব্যাট থেকে আসে ৬৮ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস। তার এই ইনিংস ৭ চার ও ৩ ছক্কায় সাজানো। সৌম্য বিদায় নিলেও ফিফটি হাঁকানো শান্ত সেঞ্চুরির দিকে ছুটতে থাকেন। তবে দলীয় ২০১ রানের মাথায় সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরত্বে থামে বাংলাদেশ দলের অধিনায়কের ইনিংস। তার ৮৮ বলে ৯৪ রানের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো। এরপর ইয়াসির আলী ২১ রান যোগ করে বিদায় নিলেও বাকি পথে নির্বিঘ্নে পাড়ি দেন আফিফ হোসেন ও জাকির হাসান। আফিফ অপরাজিত থাকেন ৩৪ রান নিয়ে। ভারতীয় বোলারদের মধ্যে ১টি করে উইকেট নেন সৌরভ দুবে, সানভির সিং, সিদ্ধার্থ দেশাই ও যশ বিজয়।