ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারতকে কাঁদিয়ে পঞ্চম শিরোপা অস্ট্রেলিয়ার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • / ১৯১ বার পড়া হয়েছে

খেলাধুলা প্রতিবেদন
ফাইনালের আগে হরমনপ্রিত কাউর বলেছিলেন, জন্মদিনের উপহার চান তিনি। তবে নিজের ৩১তম জন্মদিন শিরোপা জয়ে রাঙাতে পারেননি ভারত অধিনায়ক। ভারতকে বড় ব্যবধানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখলো অস্ট্রেলিয়া। গতকাল ফাইনালে ভারতকে ৮৫ রানে হারায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এটি পঞ্চম শিরোপা। আর এবারের বিশ্বকাপে এটি ছিল ভারতের প্রথম হার। আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েই মিশন শুরু করেছিল ভারতীয়রা। গ্রুপ পর্বে পরে তারা হারায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকেও। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত আসরের সবকটিতে ফাইনালে খেলার কৃতিত্ব অস্ট্রেলিয়ার। অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলা ভারতকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে জিতে এর প্রতিশোধ নিলো অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে মেগ ল্যানিং জিতলেন তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। তার অধিনায়কত্বে ২০১৪ ও ২০১৮ সালেও শিরোপা জেতে অস্ট্রেলিয়া। একপেশে ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। ফাইনালে এটি দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকরা। ১১৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ওপেনার বিথ মুনি ৫৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। ফাইনালে কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস এটি। এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ছয় ম্যাচে তিন ফিফটিতে ২৫৯ রান করেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের খেতাবটাও তারই। আরেক ওপেনার অ্যালিসা হিলির ব্যাট থেকে আসে ৩৯ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস। ২৩৬ রান করে আসরের দ্বিতীয় সর্বাধিক রানের মালিক ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে হিলির হাতে। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন অফ স্পিনার দীপ্তি শর্মা। প্রথমবার শিরোপা জয়ের স্বপ্নে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে ভারত। ভারতের মারকুটে ব্যাটার শেফালি বার্মাকে ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরান মেগান স্কট। শুরুর ধাক্কা সামলে উঠতে ব্যর্থ হয় হরমনপ্রিতের দল। দ্বিতীয় ওভারে মাথায় বল লেগে আহত হয়ে অবসরে যান তানিয়া ভাটিয়া। একই ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন জেমিমা রদ্রিগেজ। প্রথম ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে ফেলা ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৯ রানে (১৯.১ ওভারে)। দীপ্তি শর্মার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মেগান স্কট। এবারের আসরে সর্বাধিক ১৩ উইকেট শিকার অজি ডানহাতি পেসারের। ফাইনাল দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হয়েছিল ৮৬ হাজারেরও বেশি দর্শক। যা নারী ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ। অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের যেকোনো ক্রীড়া ইভেন্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড এটা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভারতকে কাঁদিয়ে পঞ্চম শিরোপা অস্ট্রেলিয়ার

আপলোড টাইম : ০৯:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০

খেলাধুলা প্রতিবেদন
ফাইনালের আগে হরমনপ্রিত কাউর বলেছিলেন, জন্মদিনের উপহার চান তিনি। তবে নিজের ৩১তম জন্মদিন শিরোপা জয়ে রাঙাতে পারেননি ভারত অধিনায়ক। ভারতকে বড় ব্যবধানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখলো অস্ট্রেলিয়া। গতকাল ফাইনালে ভারতকে ৮৫ রানে হারায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এটি পঞ্চম শিরোপা। আর এবারের বিশ্বকাপে এটি ছিল ভারতের প্রথম হার। আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েই মিশন শুরু করেছিল ভারতীয়রা। গ্রুপ পর্বে পরে তারা হারায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকেও। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত আসরের সবকটিতে ফাইনালে খেলার কৃতিত্ব অস্ট্রেলিয়ার। অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলা ভারতকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে জিতে এর প্রতিশোধ নিলো অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে মেগ ল্যানিং জিতলেন তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। তার অধিনায়কত্বে ২০১৪ ও ২০১৮ সালেও শিরোপা জেতে অস্ট্রেলিয়া। একপেশে ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। ফাইনালে এটি দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় স্বাগতিকরা। ১১৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ওপেনার বিথ মুনি ৫৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। ফাইনালে কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস এটি। এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ছয় ম্যাচে তিন ফিফটিতে ২৫৯ রান করেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের খেতাবটাও তারই। আরেক ওপেনার অ্যালিসা হিলির ব্যাট থেকে আসে ৩৯ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস। ২৩৬ রান করে আসরের দ্বিতীয় সর্বাধিক রানের মালিক ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে হিলির হাতে। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন অফ স্পিনার দীপ্তি শর্মা। প্রথমবার শিরোপা জয়ের স্বপ্নে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে ভারত। ভারতের মারকুটে ব্যাটার শেফালি বার্মাকে ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরান মেগান স্কট। শুরুর ধাক্কা সামলে উঠতে ব্যর্থ হয় হরমনপ্রিতের দল। দ্বিতীয় ওভারে মাথায় বল লেগে আহত হয়ে অবসরে যান তানিয়া ভাটিয়া। একই ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন জেমিমা রদ্রিগেজ। প্রথম ছয় ওভারে ৪ উইকেট হারিয়ে ফেলা ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৯ রানে (১৯.১ ওভারে)। দীপ্তি শর্মার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মেগান স্কট। এবারের আসরে সর্বাধিক ১৩ উইকেট শিকার অজি ডানহাতি পেসারের। ফাইনাল দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হয়েছিল ৮৬ হাজারেরও বেশি দর্শক। যা নারী ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ। অস্ট্রেলিয়ায় আয়োজিত মেয়েদের যেকোনো ক্রীড়া ইভেন্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড এটা।