ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভলিতে ম্যাচ সেরা ব্লকার চুয়াডাঙ্গার ছেলে রাশেদ মেনন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
  • / ১১৬১ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু সেন্ট্রাল জোন চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা
এসএম শাফায়েত: বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৬-২৪ পয়েন্টে হেরে যাওয়া বাংলাদেশ ম্যাচ জিতেছে ৩-১ ব্যবধানে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে আজ সোমবার মালদ্বীপের বিরুদ্ধে। শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরুতে ২-০ পয়েন্টে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ১৭-১২ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিক দল। তবে এরপর নেপাল ২০-২০ পয়েন্টে সমতা নিয়ে আসে। শেষ পর্যন্ত ২৬-২৪ পয়েন্টে নেপাল জিতে নেয় প্রথম সেট। তবে দ্বিতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৫-৭ পয়েন্টে পিছিয়ে পড়লেও দুর্দান্ত খেলে ২৫-১৮ পয়েন্টে জিতে সমতা নিয়ে আসে লাল-সবুজের দল। তৃতীয় সেটের শুরু থেকেই ছিল বাংলাদেশের প্রাধান্য। নেপালকে বিধস্ত করে স্বাগতিকরা সহজেই ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় এই সেট। চতুর্থ সেটে অবশ্য ভালোই লড়াই হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি প্রতিপক্ষ। ২৫-২১ পয়েন্টে জিতে প্রতিযোগিতায় শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের সেরা ব্লকার হয়েছেন বাংলাদেশ দলের মিড ব্লকার চুয়াডাঙ্গার সন্তান রাশেদ খান মেনন। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন তার পিতা মো. আব্দুল মজিদও। রাশেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন চিৎলার সন্তান। দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় যাবত বাংলাদেশ সেনাবাহীনিতে চাকুরীরত রয়েছে সে।
এদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে আনন্দিত বাংলাদেশের ইরানি কোচ আলীপোর আরজী। খেলা শেষে তিনি বলেছেন, প্রথম ম্যাচে জয় গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তবে সামনের ম্যাচও জিততে হবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও নেপালের সঙ্গে আছে মালদ্বীপ। ‘বি’ গ্রুপের তিন দল কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। এর আগে প্রতিযোগিতা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ভলিতে ম্যাচ সেরা ব্লকার চুয়াডাঙ্গার ছেলে রাশেদ মেনন

আপলোড টাইম : ০৫:৪৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮

বঙ্গবন্ধু সেন্ট্রাল জোন চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা
এসএম শাফায়েত: বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৬-২৪ পয়েন্টে হেরে যাওয়া বাংলাদেশ ম্যাচ জিতেছে ৩-১ ব্যবধানে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে আজ সোমবার মালদ্বীপের বিরুদ্ধে। শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরুতে ২-০ পয়েন্টে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে ১৭-১২ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিক দল। তবে এরপর নেপাল ২০-২০ পয়েন্টে সমতা নিয়ে আসে। শেষ পর্যন্ত ২৬-২৪ পয়েন্টে নেপাল জিতে নেয় প্রথম সেট। তবে দ্বিতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৫-৭ পয়েন্টে পিছিয়ে পড়লেও দুর্দান্ত খেলে ২৫-১৮ পয়েন্টে জিতে সমতা নিয়ে আসে লাল-সবুজের দল। তৃতীয় সেটের শুরু থেকেই ছিল বাংলাদেশের প্রাধান্য। নেপালকে বিধস্ত করে স্বাগতিকরা সহজেই ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় এই সেট। চতুর্থ সেটে অবশ্য ভালোই লড়াই হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে পেরে ওঠেনি প্রতিপক্ষ। ২৫-২১ পয়েন্টে জিতে প্রতিযোগিতায় শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের সেরা ব্লকার হয়েছেন বাংলাদেশ দলের মিড ব্লকার চুয়াডাঙ্গার সন্তান রাশেদ খান মেনন। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন তার পিতা মো. আব্দুল মজিদও। রাশেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন চিৎলার সন্তান। দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় যাবত বাংলাদেশ সেনাবাহীনিতে চাকুরীরত রয়েছে সে।
এদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে আনন্দিত বাংলাদেশের ইরানি কোচ আলীপোর আরজী। খেলা শেষে তিনি বলেছেন, প্রথম ম্যাচে জয় গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। তবে সামনের ম্যাচও জিততে হবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও নেপালের সঙ্গে আছে মালদ্বীপ। ‘বি’ গ্রুপের তিন দল কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। এর আগে প্রতিযোগিতা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।