ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বড় বড় স্বপ্ন দেখে তা বাস্তবায়নে কাজ করতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
  • / ২০৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক (৫ম পর্যায়) জিওবি খাতের অধীনে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম সরকার বলেন, ‘তোমরা এক দিন এ দেশকে পরিচালনা করবে। তোমাদের অনেক বড় হতে হবে। বড় বড় স্বপ্ন যেমন দেখতে হবে, তেমনি স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।’ এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার অভিভাবকদের দৃষ্টি আর্কষণ করে বলেন, ‘আপনারা বাচ্চাদের কাছ থেকে জিপিএ-৫ আসা করবেন না। ভালো মানুষ হতে বলবেন। শেখাবেন, তাঁরা যেন মানুষের তথা দেশের কল্যাণে কাজ করে। দেশের প্রতি ভালোবাসা তৈরি করুন। প্রকৃত মানুষ গড়ার কাজ করুন।’ তিনি আরও বলেন, বাচ্চাদের কাপড় পরিষ্কার রাখতে হবে। শিশু ও নারীদের পূর্ণ সহায়তা দেওয়া ও শিশুর বিকাশে বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকার পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। এ ছাড়াও করোনাভাইরাস যেসব কারণে ছড়ায়, তা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে কোলাকুলি, হ্যান্ডশেক করা যাবে না। হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি স্টল স্থান পেয়েছে। এছাড়া মেলায় অন্য কর্মসূচির মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী। মেলার কার্যক্রম আজ রাত ১০টা পর্যন্ত চলবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বড় বড় স্বপ্ন দেখে তা বাস্তবায়নে কাজ করতে হবে

আপলোড টাইম : ১০:০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক (৫ম পর্যায়) জিওবি খাতের অধীনে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম সরকার বলেন, ‘তোমরা এক দিন এ দেশকে পরিচালনা করবে। তোমাদের অনেক বড় হতে হবে। বড় বড় স্বপ্ন যেমন দেখতে হবে, তেমনি স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।’ এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার অভিভাবকদের দৃষ্টি আর্কষণ করে বলেন, ‘আপনারা বাচ্চাদের কাছ থেকে জিপিএ-৫ আসা করবেন না। ভালো মানুষ হতে বলবেন। শেখাবেন, তাঁরা যেন মানুষের তথা দেশের কল্যাণে কাজ করে। দেশের প্রতি ভালোবাসা তৈরি করুন। প্রকৃত মানুষ গড়ার কাজ করুন।’ তিনি আরও বলেন, বাচ্চাদের কাপড় পরিষ্কার রাখতে হবে। শিশু ও নারীদের পূর্ণ সহায়তা দেওয়া ও শিশুর বিকাশে বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকার পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। এ ছাড়াও করোনাভাইরাস যেসব কারণে ছড়ায়, তা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে কোলাকুলি, হ্যান্ডশেক করা যাবে না। হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি স্টল স্থান পেয়েছে। এছাড়া মেলায় অন্য কর্মসূচির মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী। মেলার কার্যক্রম আজ রাত ১০টা পর্যন্ত চলবে।