ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বেড়েছে চুরি, চোর আতঙ্কে কাটছে রাত!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • / ১৪১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার মোড়ভাঙ্গা বড় বোয়ালিয়া ও নগর বোয়ালিয়ায়
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা বড় বোয়ালিয়া ও নগর বোয়ালিয়াবাসী চোর আতঙ্কে রাত যাপন করছে। গত ১ সপ্তাহ থেকে হঠাৎ করে চুরি বেড়ে গেছে এলাকাগুলোয়। সম্প্রতি কালে গভীর রাতে কয়েক বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া কারিগরপাড়ার মৃত হামেজ উদ্দীনের স্ত্রী সুন্দরী খাতুনের নগত ২৫ শত টাকা, হামেজ উদ্দীনের ছেলে ইজাজুলের বাইসাইকেল ও ইনামুল মণ্ডলের বাইসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা। এদিকে, গত ১১ জুন বৃহস্পতিবার রাতে বড় বোয়ালিয়া ও মোড়ভাঙ্গা গ্রামের মাঠে ৫টি কৃষকের সেচ-পাম্প চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা বড় বোয়ালিয়ার মৃত্যু সুলতান বিশ্বাসের ছেলে শফি বিশ্বাস, জাহামত বিশ্বাস ও মৃত্যু সিদ্দিক বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস। মোড়ভাঙ্গার নাজির ফকির ও শরিফের ১টি করে সেচ-পাম্প চুরি হয়ে গেছে। ফলে চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী।
এক ভুক্তভোগী বলেন, চোরেরা গভীর রাতে বাড়িতে ও মাঠে হানা দিচ্ছে এবং তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাড়িতে ঢুকে টাকা, বাইসাইকেল, সেচ-পাম্প, যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে। এদিকে, গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে হাট বোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ বজলুর রশিদ বলেন, ‘চুরির ঘটনা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তারপরেও চোরচক্র সনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বেড়েছে চুরি, চোর আতঙ্কে কাটছে রাত!

আপলোড টাইম : ০৮:৫৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০

আলমডাঙ্গার মোড়ভাঙ্গা বড় বোয়ালিয়া ও নগর বোয়ালিয়ায়
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা বড় বোয়ালিয়া ও নগর বোয়ালিয়াবাসী চোর আতঙ্কে রাত যাপন করছে। গত ১ সপ্তাহ থেকে হঠাৎ করে চুরি বেড়ে গেছে এলাকাগুলোয়। সম্প্রতি কালে গভীর রাতে কয়েক বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া কারিগরপাড়ার মৃত হামেজ উদ্দীনের স্ত্রী সুন্দরী খাতুনের নগত ২৫ শত টাকা, হামেজ উদ্দীনের ছেলে ইজাজুলের বাইসাইকেল ও ইনামুল মণ্ডলের বাইসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা। এদিকে, গত ১১ জুন বৃহস্পতিবার রাতে বড় বোয়ালিয়া ও মোড়ভাঙ্গা গ্রামের মাঠে ৫টি কৃষকের সেচ-পাম্প চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা বড় বোয়ালিয়ার মৃত্যু সুলতান বিশ্বাসের ছেলে শফি বিশ্বাস, জাহামত বিশ্বাস ও মৃত্যু সিদ্দিক বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস। মোড়ভাঙ্গার নাজির ফকির ও শরিফের ১টি করে সেচ-পাম্প চুরি হয়ে গেছে। ফলে চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী।
এক ভুক্তভোগী বলেন, চোরেরা গভীর রাতে বাড়িতে ও মাঠে হানা দিচ্ছে এবং তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাড়িতে ঢুকে টাকা, বাইসাইকেল, সেচ-পাম্প, যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে। এদিকে, গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে হাট বোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ বজলুর রশিদ বলেন, ‘চুরির ঘটনা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তারপরেও চোরচক্র সনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।’