ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বুয়েটে রাজনীতি বন্ধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • / ২১৯ বার পড়া হয়েছে

দ্রুত অচলাবস্থার অবসান হোক
আবরার ফাহাদ হত্যাকা-ের ঘটনায় প্রায় এক সপ্তাহ ধরে বুয়েটে অচলাবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে উপাচার্য জানিয়েছেন, আবরার ফাহাদ হত্যায় এজাহারভুক্ত ১৯ আসামিকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের ব্যাপারেও প্রক্রিয়া শুরু হয়েছে। বুয়েটে সাংগঠনিক ছাত্র-শিক্ষক রাজনীতি থাকবে না। আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেওয়া হবে। শিক্ষার্থীদের নিয়মিত আপডেটও জানানো হবে। সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আশ্বস্ত করেছে। এর পরও নতুন করে পাঁচ দফা দাবি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নতুন দাবিগুলোর মধ্যে কয়েকটির বাস্তবায়ন সম্ভব। আবার এমন কিছু দাবি আছে, যেগুলো তাত্ক্ষণিক উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে পূরণ করা সম্ভব নয়। এসব দাবি পূরণে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা প্রয়োজন। নতুন পাঁচ শর্তের মধ্যে ফাহাদ হত্যায় জড়িতদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন সক্রিয় হলে অবৈধভাবে সিট দখলকারীদের উচ্ছেদ করা সম্ভব। আবরার ফাহাদ হত্যা মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করতে সম্মত হয়েছে। র‌্যাগিং বা ছাত্র নির্যাতনের ঘটনা মনিটর করাও অসম্ভব নয়। প্রতিটি হলে সিসি ক্যামেরা যুক্ত করাও বুয়েটের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার। আগামীকাল নতুন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়েছেন। মেডিক্যালে ভর্তি পরীক্ষা দিয়ে অনেকেই ঢাকায় অবস্থান করছেন বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে পরীক্ষা দিয়ে তাঁদের ছুটতে হবে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিতে। আবার বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার ব্যাপারে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করেই দিন নির্ধারণ করে। সে ক্ষেত্রে একবার ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলে নতুন করে সমন্বয় করতে সময় লাগবে। পরিস্থিতি বিবেচনায় সোমবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠান নির্বিঘœ করতে ১৩ ও ১৪ অক্টোবর কর্মসূচি না রাখার সিদ্ধান্ত জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে হবে। অন্যদিকে বুয়েটের নিয়মিত শিক্ষার্থীদেরও মিডটার্ম পরীক্ষায় অংশ নিতে হবে। কয়েক দিনের আন্দোলনে অংশ নিতে গিয়েও অনেকের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে। এ বিষয়টিও বিবেচনায় নিতে হবে। সর্বোপরি আবরার ফাহাদ হত্যাকা-ের বিচারে সরকার ও সরকারপ্রধানের সদিচ্ছার কথা সবার কাছেই স্পষ্ট হয়েছে। দ্রুত বিচারের আশ্বাস মিলেছে। অভিযুক্তদের আদালতে সোপর্দ করার পর রিমান্ডে নেওয়া হয়েছে। অনেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কাজেই আবরার ফাহাদ হত্যাকা-ের বিচার নিয়ে কারো মনে সন্দেহ থাকার কোনো কারণ নেই। দেশের সর্বোচ্চ মেধাবীদের শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েট। সেখানে হত্যাকা-ের ঘটনা একেবারেই অনভিপ্রেত। বুয়েটে অচলাবস্থার অবসান হোক, শান্তি ফিরে আসুকÍএটাই আমাদের প্রত্যাশা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বুয়েটে রাজনীতি বন্ধ

আপলোড টাইম : ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯

দ্রুত অচলাবস্থার অবসান হোক
আবরার ফাহাদ হত্যাকা-ের ঘটনায় প্রায় এক সপ্তাহ ধরে বুয়েটে অচলাবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে উপাচার্য জানিয়েছেন, আবরার ফাহাদ হত্যায় এজাহারভুক্ত ১৯ আসামিকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের ব্যাপারেও প্রক্রিয়া শুরু হয়েছে। বুয়েটে সাংগঠনিক ছাত্র-শিক্ষক রাজনীতি থাকবে না। আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেওয়া হবে। শিক্ষার্থীদের নিয়মিত আপডেটও জানানো হবে। সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আশ্বস্ত করেছে। এর পরও নতুন করে পাঁচ দফা দাবি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নতুন দাবিগুলোর মধ্যে কয়েকটির বাস্তবায়ন সম্ভব। আবার এমন কিছু দাবি আছে, যেগুলো তাত্ক্ষণিক উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে পূরণ করা সম্ভব নয়। এসব দাবি পূরণে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা প্রয়োজন। নতুন পাঁচ শর্তের মধ্যে ফাহাদ হত্যায় জড়িতদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসন সক্রিয় হলে অবৈধভাবে সিট দখলকারীদের উচ্ছেদ করা সম্ভব। আবরার ফাহাদ হত্যা মামলার খরচ বুয়েট কর্তৃপক্ষ বহন করতে সম্মত হয়েছে। র‌্যাগিং বা ছাত্র নির্যাতনের ঘটনা মনিটর করাও অসম্ভব নয়। প্রতিটি হলে সিসি ক্যামেরা যুক্ত করাও বুয়েটের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার। আগামীকাল নতুন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার জন্য মেধাবী শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়েছেন। মেডিক্যালে ভর্তি পরীক্ষা দিয়ে অনেকেই ঢাকায় অবস্থান করছেন বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য। এখানে পরীক্ষা দিয়ে তাঁদের ছুটতে হবে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিতে। আবার বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার ব্যাপারে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করেই দিন নির্ধারণ করে। সে ক্ষেত্রে একবার ভর্তি পরীক্ষা পিছিয়ে গেলে নতুন করে সমন্বয় করতে সময় লাগবে। পরিস্থিতি বিবেচনায় সোমবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠান নির্বিঘœ করতে ১৩ ও ১৪ অক্টোবর কর্মসূচি না রাখার সিদ্ধান্ত জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে হবে। অন্যদিকে বুয়েটের নিয়মিত শিক্ষার্থীদেরও মিডটার্ম পরীক্ষায় অংশ নিতে হবে। কয়েক দিনের আন্দোলনে অংশ নিতে গিয়েও অনেকের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে। এ বিষয়টিও বিবেচনায় নিতে হবে। সর্বোপরি আবরার ফাহাদ হত্যাকা-ের বিচারে সরকার ও সরকারপ্রধানের সদিচ্ছার কথা সবার কাছেই স্পষ্ট হয়েছে। দ্রুত বিচারের আশ্বাস মিলেছে। অভিযুক্তদের আদালতে সোপর্দ করার পর রিমান্ডে নেওয়া হয়েছে। অনেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কাজেই আবরার ফাহাদ হত্যাকা-ের বিচার নিয়ে কারো মনে সন্দেহ থাকার কোনো কারণ নেই। দেশের সর্বোচ্চ মেধাবীদের শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েট। সেখানে হত্যাকা-ের ঘটনা একেবারেই অনভিপ্রেত। বুয়েটে অচলাবস্থার অবসান হোক, শান্তি ফিরে আসুকÍএটাই আমাদের প্রত্যাশা।