ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বুরকিনা ফাসোতে জঙ্গি হামলা-সংঘর্ষ, নিহত ১২২

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • / ২০০ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন:
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় ৩১ নারীসহ ৩৫ জন নিহত হয়েছে। ওই হামলার পর নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৮০ জঙ্গি নিহত হয়। এ সময় সাত সেনাসদস্যও প্রাণ হারিয়েছে। উত্তরাঞ্চলীয় সউম প্রদেশের সীমান্তবর্তী আরবিন্দাতে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এপি ও বিবিসি। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা প্রথমে তাদের একটি সামরিক ঘাঁটি ও আরবিন্দা শহরে হামলা করে। পরে সেনাবাহিনী পাল্টা হামলা চালালে নিহত হয় ৮০ জঙ্গি। কয়েকঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেনাবাহিনীর সাত সদস্যও নিহত হয়। জঙ্গিদের কাছ থেকে বিপুল অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। সরকারি সূত্রে অপর এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা পালিয়ে যাওয়ার সময় ৩১ নারীসহ ৩৫ জনকে হত্যা করেছে। দেশটিতে জঙ্গি হামলার ঘটনা প্রায়ই ঘটলেও মঙ্গলবারের মতো এতো বেশি প্রাণহানির ঘটনা আগে ঘটেনি। মঙ্গলবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে বুরকিনা ফাসোতে ধর্মীয় সহিংসতা ও হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী ও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হয়ে থাকে। বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রক মার্ক কাবোরে হামলা সম্পর্কে বলেন, আমাদের বাহিনীর বীরোচিত পদক্ষেপে ৮০ সন্ত্রাসীকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। তবে জঙ্গিদের বর্বর হামলার কারণে ৩৫ বেসামরিক নাগরিককে প্রাণ দিতে হয়েছে, যাদের বেশিরভাগই নারী। তিনি এ ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বুরকিনা ফাসোতে জঙ্গি হামলা-সংঘর্ষ, নিহত ১২২

আপলোড টাইম : ১০:০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯

বিশ্ব প্রতিবেদন:
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় ৩১ নারীসহ ৩৫ জন নিহত হয়েছে। ওই হামলার পর নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৮০ জঙ্গি নিহত হয়। এ সময় সাত সেনাসদস্যও প্রাণ হারিয়েছে। উত্তরাঞ্চলীয় সউম প্রদেশের সীমান্তবর্তী আরবিন্দাতে মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এপি ও বিবিসি। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা প্রথমে তাদের একটি সামরিক ঘাঁটি ও আরবিন্দা শহরে হামলা করে। পরে সেনাবাহিনী পাল্টা হামলা চালালে নিহত হয় ৮০ জঙ্গি। কয়েকঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেনাবাহিনীর সাত সদস্যও নিহত হয়। জঙ্গিদের কাছ থেকে বিপুল অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। সরকারি সূত্রে অপর এক বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিরা পালিয়ে যাওয়ার সময় ৩১ নারীসহ ৩৫ জনকে হত্যা করেছে। দেশটিতে জঙ্গি হামলার ঘটনা প্রায়ই ঘটলেও মঙ্গলবারের মতো এতো বেশি প্রাণহানির ঘটনা আগে ঘটেনি। মঙ্গলবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে বুরকিনা ফাসোতে ধর্মীয় সহিংসতা ও হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী ও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হয়ে থাকে। বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রক মার্ক কাবোরে হামলা সম্পর্কে বলেন, আমাদের বাহিনীর বীরোচিত পদক্ষেপে ৮০ সন্ত্রাসীকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। তবে জঙ্গিদের বর্বর হামলার কারণে ৩৫ বেসামরিক নাগরিককে প্রাণ দিতে হয়েছে, যাদের বেশিরভাগই নারী। তিনি এ ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেন।