ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম ৫জি ল্যাপটপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
  • / ২২২ বার পড়া হয়েছে

প্রযুক্তি প্রতিবেদন:
পিসি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো তাইওয়ানে অনুষ্ঠিত ‘কম্পিউটেক্স ২০১৯’ প্রদর্শনীতে ৫জি ল্যাপটপের একটি ডামি সংস্করণ প্রদর্শন করে জানিয়েছিল যে, ৫জি ল্যাপটপ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। যার কোড নেম দেয়া হয়েছিল ‘প্রজেক্ট লিমিটলেস’। সম্পূর্ণভাবে তৈরি হওয়া ৫জি ল্যাপটপটি এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া ‘কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস ২০২০)’ প্রদর্শনীতে উন্মোচন করেছে লেনেভো। বিশ্বের প্রথম এই ৫জি ল্যাপটপটির নাম দেওয়া হয়েছে ‘ইয়োগা ৫জি’। ইয়োগা সিরিজের ল্যাপটপ হওয়ায় চাইলে এটিকে ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। ল্যাপটপটি বাইরে থেকে দেখে লেনোভোর মিডরেঞ্জের ল্যাপটপগুলোর মতো খানিকটা মনে হলেও, মূল আকর্ষণ কিন্তু ভেতরের ফিচারে। ইন্টেলের প্রসেসরের পরিবর্তে এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮সিক্স প্রসেসর, যেখানে বিল্ট-ইন রয়েছে কোয়ালকমের এক্স৫৫ ৫জি মডেম। এটি ৬ গিগাহার্জ ৫জি নেটওয়ার্কের পাশাপাশি এলটিই নেটওয়ার্ক সাপোর্ট করবে। লেনেভো জানিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ল্যাপটপ প্রসেসর চালিত বিশ্বের প্রথম ৫জি কম্পিউটার ‘ইয়োগা ৫জি’। লেনেভোর এ দাবী অস্বীকার করার উপায় নেই। কারণ বিশ্বের বেশিরভাগ পিসি ইন্টেল প্রসেসর চালিত, কোয়ালকম প্রসেসর চালিত পিসি হাতেগোনা। তাই স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো কোয়ালকমের প্রসেসর পিসির ক্ষেত্রেও সেলুলার ইন্টারনেট এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রে একই অভিজ্ঞতা দেয় কিনা, সেটা বুঝার একটা ভালো পরীক্ষা হবে ইয়োগা ৫জি ল্যাপটপ। যদিও লেনোভো দাবী করেছে, ল্যাপটপটিতে একবার চার্জ দিয়ে ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কিন্তু তা ৫জি নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রেও কিনা তা পরিষ্কার নয়। ইয়োগা ৫জি ল্যাপটপে প্রসেসর এবং মডেমের চমক ছাড়া বাকি ফিচারগুলো মোটামুটি সাধারণ। টাচস্ক্রিন সুবিধার ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজ, দুটি ইউএসবি-সি পোর্ট, একটি হেডফোন জ্যাক এবং ন্যানো সিম কার্ড স্লট রয়েছে ৫জি সাপোর্টের জন্য। এছাড়াও এটি ই-সিম সাপোর্টেড। বিশ্বের প্রথম এই ৫জি ল্যাপটপটির দাম শুরু হবে ১৫শ’ ডলার (১ লাখ ২৫ হাজার ৯১৬ টাকা) থেকে। শিগগির এটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। ‘সিইএস ২০২০’ প্রদর্শনীতে ৫জি ল্যাপটপ ছাড়াও বেশ কিছু কনজ্যুমার ল্যাপটপ প্রদর্শন করেছে লেনোভো। যার মধ্যে রয়েছে আইডিয়া প্যাড ডুয়েট এবং আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫ মডেলের ক্রোমবুক এবং ৩টি ভিন্ন সংস্করণের ইয়োগা স্লিম ৭। এই ল্যাপটপগুলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাজারে আসবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিশ্বের প্রথম ৫জি ল্যাপটপ

আপলোড টাইম : ১০:১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০

প্রযুক্তি প্রতিবেদন:
পিসি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো তাইওয়ানে অনুষ্ঠিত ‘কম্পিউটেক্স ২০১৯’ প্রদর্শনীতে ৫জি ল্যাপটপের একটি ডামি সংস্করণ প্রদর্শন করে জানিয়েছিল যে, ৫জি ল্যাপটপ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। যার কোড নেম দেয়া হয়েছিল ‘প্রজেক্ট লিমিটলেস’। সম্পূর্ণভাবে তৈরি হওয়া ৫জি ল্যাপটপটি এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া ‘কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস ২০২০)’ প্রদর্শনীতে উন্মোচন করেছে লেনেভো। বিশ্বের প্রথম এই ৫জি ল্যাপটপটির নাম দেওয়া হয়েছে ‘ইয়োগা ৫জি’। ইয়োগা সিরিজের ল্যাপটপ হওয়ায় চাইলে এটিকে ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। ল্যাপটপটি বাইরে থেকে দেখে লেনোভোর মিডরেঞ্জের ল্যাপটপগুলোর মতো খানিকটা মনে হলেও, মূল আকর্ষণ কিন্তু ভেতরের ফিচারে। ইন্টেলের প্রসেসরের পরিবর্তে এতে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮সিক্স প্রসেসর, যেখানে বিল্ট-ইন রয়েছে কোয়ালকমের এক্স৫৫ ৫জি মডেম। এটি ৬ গিগাহার্জ ৫জি নেটওয়ার্কের পাশাপাশি এলটিই নেটওয়ার্ক সাপোর্ট করবে। লেনেভো জানিয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ল্যাপটপ প্রসেসর চালিত বিশ্বের প্রথম ৫জি কম্পিউটার ‘ইয়োগা ৫জি’। লেনেভোর এ দাবী অস্বীকার করার উপায় নেই। কারণ বিশ্বের বেশিরভাগ পিসি ইন্টেল প্রসেসর চালিত, কোয়ালকম প্রসেসর চালিত পিসি হাতেগোনা। তাই স্মার্টফোন এবং ট্যাবলেটের মতো কোয়ালকমের প্রসেসর পিসির ক্ষেত্রেও সেলুলার ইন্টারনেট এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রে একই অভিজ্ঞতা দেয় কিনা, সেটা বুঝার একটা ভালো পরীক্ষা হবে ইয়োগা ৫জি ল্যাপটপ। যদিও লেনোভো দাবী করেছে, ল্যাপটপটিতে একবার চার্জ দিয়ে ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। কিন্তু তা ৫জি নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রেও কিনা তা পরিষ্কার নয়। ইয়োগা ৫জি ল্যাপটপে প্রসেসর এবং মডেমের চমক ছাড়া বাকি ফিচারগুলো মোটামুটি সাধারণ। টাচস্ক্রিন সুবিধার ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজ, দুটি ইউএসবি-সি পোর্ট, একটি হেডফোন জ্যাক এবং ন্যানো সিম কার্ড স্লট রয়েছে ৫জি সাপোর্টের জন্য। এছাড়াও এটি ই-সিম সাপোর্টেড। বিশ্বের প্রথম এই ৫জি ল্যাপটপটির দাম শুরু হবে ১৫শ’ ডলার (১ লাখ ২৫ হাজার ৯১৬ টাকা) থেকে। শিগগির এটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে। ‘সিইএস ২০২০’ প্রদর্শনীতে ৫জি ল্যাপটপ ছাড়াও বেশ কিছু কনজ্যুমার ল্যাপটপ প্রদর্শন করেছে লেনোভো। যার মধ্যে রয়েছে আইডিয়া প্যাড ডুয়েট এবং আইডিয়াপ্যাড ফ্লেক্স ৫ মডেলের ক্রোমবুক এবং ৩টি ভিন্ন সংস্করণের ইয়োগা স্লিম ৭। এই ল্যাপটপগুলো এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বাজারে আসবে।