ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ে জড়িত! ৎ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮
  • / ৩০৭ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: ভারতের জয়পুরে এক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের অদ্ভুত কিছু কা–কারখানা বিস্মিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আর এই ঘটনার পেছনে হাত রয়েছে ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এক সদস্যের, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। রাজপুতানা প্রিমিয়ার লিগ (আরপিএল) নামের সেই টুর্নামেন্টে বেশ কিছু ঘটনায় চোখ কপালে উঠেছে অনেকেরই। বিশেষ করে এক বলে ১২ রান দরকার এমন ম্যাচে জিতে গেছে ব্যাটিং দল। ওভার শেষ করতে এক বল বাকি থাকলেও মোট তিন বল করেছিল বোলার। প্রথম বলে ওয়াইড সহ পাঁচ রানের পর দ্বিতীয় বলটা হয়েছিল নো। সে বলে এক রান নিয়ে পরের ফ্রি-হিট বলে এসেছিল দুই রান। এরপরে আবারও ওয়াইডসহ চার রান দিয়ে প্রতিপক্ষকে বলা যায় জিতিয়েই দেন বোলার। এমন ঘটনা বিস্ময় রেখে যাবে স্বভাবতই। বিস্মিত বিসিসিআই তাই স্মরণাপন্ন হয় রাজস্থান পুলিশের। আর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সন্দেহের তীর গিয়েছে ২৮ বছর পর বিশ্বকাপ জয়ী দলের সেই ক্রিকেটারের দিকে। টুর্নামেন্ট চলাকালে সেই ক্রিকেটারের দেখাও মিলেছে বেশ কয়েকবার। বোমা ফাটানো খবরটা হল, আরপিএল টুর্নামেন্টটা আয়োজনই করেছে নাকি এক জুয়াড়ি সংগঠন। রাজস্থান পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারও করেছে ১৪ জনকে। তাদের সঙ্গে কথা বলার পরেই উঠে আসে ওই ক্রিকেটারের নাম। তবে সে ঠিক কতটুকু জড়িত তেমনটা এখনও জানতে না পারায় প্রকাশ করা হয়নি তাঁর পরিচয়। যেখানেই ক্রিকেটের বাজার সরগরম, সেখানটাতেই নিজেদের অভয়ারণ্য গড়ে তুলছে বাজিকররা। সে দিক দিয়ে ভারতের ক্রিকেট তো তাদের কাছে হটকেক বটেই। তাই ম্যাচ গড়পেটার এমন অভিযোগ মোটেও উড়িয়ে দিতে পারছেনা ভারতীয় বোর্ড।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ে জড়িত! ৎ

আপলোড টাইম : ০৯:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮

খেলাধুলা ডেস্ক: ভারতের জয়পুরে এক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের অদ্ভুত কিছু কা–কারখানা বিস্মিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। আর এই ঘটনার পেছনে হাত রয়েছে ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এক সদস্যের, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। রাজপুতানা প্রিমিয়ার লিগ (আরপিএল) নামের সেই টুর্নামেন্টে বেশ কিছু ঘটনায় চোখ কপালে উঠেছে অনেকেরই। বিশেষ করে এক বলে ১২ রান দরকার এমন ম্যাচে জিতে গেছে ব্যাটিং দল। ওভার শেষ করতে এক বল বাকি থাকলেও মোট তিন বল করেছিল বোলার। প্রথম বলে ওয়াইড সহ পাঁচ রানের পর দ্বিতীয় বলটা হয়েছিল নো। সে বলে এক রান নিয়ে পরের ফ্রি-হিট বলে এসেছিল দুই রান। এরপরে আবারও ওয়াইডসহ চার রান দিয়ে প্রতিপক্ষকে বলা যায় জিতিয়েই দেন বোলার। এমন ঘটনা বিস্ময় রেখে যাবে স্বভাবতই। বিস্মিত বিসিসিআই তাই স্মরণাপন্ন হয় রাজস্থান পুলিশের। আর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সন্দেহের তীর গিয়েছে ২৮ বছর পর বিশ্বকাপ জয়ী দলের সেই ক্রিকেটারের দিকে। টুর্নামেন্ট চলাকালে সেই ক্রিকেটারের দেখাও মিলেছে বেশ কয়েকবার। বোমা ফাটানো খবরটা হল, আরপিএল টুর্নামেন্টটা আয়োজনই করেছে নাকি এক জুয়াড়ি সংগঠন। রাজস্থান পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারও করেছে ১৪ জনকে। তাদের সঙ্গে কথা বলার পরেই উঠে আসে ওই ক্রিকেটারের নাম। তবে সে ঠিক কতটুকু জড়িত তেমনটা এখনও জানতে না পারায় প্রকাশ করা হয়নি তাঁর পরিচয়। যেখানেই ক্রিকেটের বাজার সরগরম, সেখানটাতেই নিজেদের অভয়ারণ্য গড়ে তুলছে বাজিকররা। সে দিক দিয়ে ভারতের ক্রিকেট তো তাদের কাছে হটকেক বটেই। তাই ম্যাচ গড়পেটার এমন অভিযোগ মোটেও উড়িয়ে দিতে পারছেনা ভারতীয় বোর্ড।