ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটতে চায় সরকার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭
  • / ২৮৫ বার পড়া হয়েছে

th2সমীকরণ ডেস্ক: দেশপ্রেমিক ও গণতন্ত্রকামীদের মধ্যে সুপরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টি করে সরকার ফায়দা লুটতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। দেশেপ্রেমী ও গণতন্ত্রকামীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সরকার ফায়দা লোটার চেষ্টা করছে। আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্রকারীদের পরাজিত করি। সরকারের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন, নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সেটি হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। বিষয়টি আপনাদের আমলে নিতে হবে। তারেক রহমান দেশে ফিরে আসতে চায় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে বিভেদ নয়, ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ শীর্ষ নেতা। তিনি বলেন, আগামী নির্বাচন ও বিএনপি নিবন্ধন নিয়ে বিভিন্ন কথা বলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটতে চায় সরকার

আপলোড টাইম : ০৫:১৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭

th2সমীকরণ ডেস্ক: দেশপ্রেমিক ও গণতন্ত্রকামীদের মধ্যে সুপরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টি করে সরকার ফায়দা লুটতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। দেশেপ্রেমী ও গণতন্ত্রকামীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সরকার ফায়দা লোটার চেষ্টা করছে। আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্রকারীদের পরাজিত করি। সরকারের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন, নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সেটি হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। বিষয়টি আপনাদের আমলে নিতে হবে। তারেক রহমান দেশে ফিরে আসতে চায় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে বিভেদ নয়, ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ শীর্ষ নেতা। তিনি বলেন, আগামী নির্বাচন ও বিএনপি নিবন্ধন নিয়ে বিভিন্ন কথা বলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান।