ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিভিন্ন জেলা থেকে ৭ জন গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
  • / ২৬০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় পাট ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা, পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের নিচ থেকে পাট ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের এক সদস্যের কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধারসহ বাকি টাকা উদ্ধারের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দিন-রাত যশোর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট আড়ীয়ামহন গ্রামের মৃত আসম মণ্ডলের ছেলে আব্দুস সালাম বাঙ্গাল (৬৫), যশোর সদর উপজেলার তপশ্বীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেন বাবু (৬৩), ময়মানসিংহ জেলার গফরগাঁও থানার দেউলপাড়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), যশোর অভয়নগর থানার চেংগুটিয়া গ্রামের মৃত চাঁন আলী মোল্লার ছেলে মোস্তফা মোল্লা (৬০), কোতয়ালী থানার মোন্ডলগাতি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে নায়েব আলী (৫৫), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বড়াইখালি গ্রামের মৃত সামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৫০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার ঠিকেপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের নিচ থেকে কৌশলে এক পাট ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্যরা। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামানসহ সদর থানা পুলিশের চৌকস দল ছিনতাইকারীদের ধরতে মাঠে অভিযানে নামেন। পরে পুলিশ ইসলামী ব্যাংকের ভেতরে ও বাইরের সিসিটিভি ফুটেজসহ পুলিশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জের আব্দুস সালাম বাঙ্গাল ও যশোরের মোশারফ হোসেন বাবুকে পাবনা জেলার একটি আমবাগান থেকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ লাখ টাকা। পরে গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এ চক্রের অন্য ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ ছিনতাইয়কারীকে আটকসহ ২ লাখ টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত আছে।’
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের পাট ব্যবসায়ী সাইদুর রহমান ইসলামী ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি ইসলামী ব্যাংকের নিচে রাখা তাঁর মোটরসাইকেলের হ্যান্ডেলে টাকার ব্যাগটি রাখেন। এ সময় পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা তাঁর মোটরসাইকেলের পাশে কয়েকটি এক শ টাকার নোট ছিটিয়ে দিয়ে তার মনোযোগ ঘুরিয়ে দিয়ে বলেন, ভাই আপনার টাকা পড়ে গেছে। সাইদুর রহমান ছিটানো টাকা তুলতে গেলে ছিনতাইকারীরা কৌশলে তাঁর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিভিন্ন জেলা থেকে ৭ জন গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

আপলোড টাইম : ০৮:৪৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গায় পাট ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা, পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের নিচ থেকে পাট ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের এক সদস্যের কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধারসহ বাকি টাকা উদ্ধারের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দিন-রাত যশোর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট আড়ীয়ামহন গ্রামের মৃত আসম মণ্ডলের ছেলে আব্দুস সালাম বাঙ্গাল (৬৫), যশোর সদর উপজেলার তপশ্বীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেন বাবু (৬৩), ময়মানসিংহ জেলার গফরগাঁও থানার দেউলপাড়া গ্রামের মৃত মোহর আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), যশোর অভয়নগর থানার চেংগুটিয়া গ্রামের মৃত চাঁন আলী মোল্লার ছেলে মোস্তফা মোল্লা (৬০), কোতয়ালী থানার মোন্ডলগাতি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে নায়েব আলী (৫৫), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বড়াইখালি গ্রামের মৃত সামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৫০) ও ঠাকুরগাঁও সদর উপজেলার ঠিকেপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সেলিম হোসেন (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের নিচ থেকে কৌশলে এক পাট ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্যরা। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামানসহ সদর থানা পুলিশের চৌকস দল ছিনতাইকারীদের ধরতে মাঠে অভিযানে নামেন। পরে পুলিশ ইসলামী ব্যাংকের ভেতরে ও বাইরের সিসিটিভি ফুটেজসহ পুলিশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জের আব্দুস সালাম বাঙ্গাল ও যশোরের মোশারফ হোসেন বাবুকে পাবনা জেলার একটি আমবাগান থেকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ লাখ টাকা। পরে গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এ চক্রের অন্য ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ ছিনতাইয়কারীকে আটকসহ ২ লাখ টাকা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘বাকি টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত আছে।’
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের পাট ব্যবসায়ী সাইদুর রহমান ইসলামী ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। পরে তিনি ইসলামী ব্যাংকের নিচে রাখা তাঁর মোটরসাইকেলের হ্যান্ডেলে টাকার ব্যাগটি রাখেন। এ সময় পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী চক্রের সদস্যরা তাঁর মোটরসাইকেলের পাশে কয়েকটি এক শ টাকার নোট ছিটিয়ে দিয়ে তার মনোযোগ ঘুরিয়ে দিয়ে বলেন, ভাই আপনার টাকা পড়ে গেছে। সাইদুর রহমান ছিটানো টাকা তুলতে গেলে ছিনতাইকারীরা কৌশলে তাঁর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।