ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিনয়ীরা আল্লাহর প্রিয় হয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭
  • / ৩৫৯ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: কোরানে কারিমে ইরশাদ হচ্ছে, ‘রহমানের (আল্লাহর) বান্দা তারাই, যারা পৃথিবীর বুকে ন¤্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সঙ্গে কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম। তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়ে ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়।’-সুরা ফুরকান: ৬৩। মানুষ হচ্ছে পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি। মানুষ যেন আল্লাহর মর্জিমতো জীবন পরিচালনা করে পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে এবং আখেরাতে পরম সুখের জান্নাতে প্রবেশ করতে পারে, সে জন্য কোরানে কারিমের মাধ্যমে সুন্দর পথ প্রদর্শন করেছেন তিনি। আলোচ্য আয়াতে এমনই একটি সুন্দর পন্থার কথা বলা হয়েছে। তা হলো, মানুষ পৃথিবীতে অহংকারের সঙ্গে বুক ফুলিয়ে চলাফেরা করবে না। গর্হিত, স্বৈরাচারী ও বিপর্যয়কারীর মতো চলার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করার চেষ্টা করবে না; বরং তাদের চালচলন হবে ভদ্র, মার্জিত ও সৎ স্বভাবসম্পন্ন ব্যক্তির মতো। তবে ন¤্রভাবে চলার মানে দুর্বল ও রোগীর মতো চলা নয়। কেননা হজরত ওমর (রা.) সম্পর্কে বলা হয়েছে, তিনি এক যুবককে দুর্বলভাবে হেঁটে যেতে দেখে তাকে থামিয়ে জিজ্ঞেস করেন, তুমি কি অসুস্থ? সে বলে, না। তিনি তাকে ধমক দিয়ে বললেন, শক্ত হয়ে সবল ব্যক্তির মতো চল। এ থেকে জানা যায়, ন¤্রভাবে চলা মানে একজন ভালো মানুষের স্বাভাবিকভাবে চলা। কৃত্রিম বিনয়ের সাহায্যে যে চলার ভঙ্গি সৃষ্টি করা হয় অথবা যে চলার মধ্য দিয়ে বানোয়াট দীনতা ও দুর্বলতার প্রকাশ ঘটানো হয়, তাকে ন¤্রভাবে চলা বলে না। এই আয়াতে আরেকটি গুণের কথা বলা হয়েছে। তা হলো, যখন কোনো খারাপ লোক তাদের সঙ্গে অশালীন ব্যবহার করে, তখন আল্লাহর বান্দাদের ব্যবহার পদ্ধতি হচ্ছে, তারা ওই খারাপ লোকদের অশালীন আচরণের বিপরীতে কোনো অশালীন-অশোভন আচরণ না করে তাদের সালাম দিয়ে অগ্রসর হয়ে যায়। সুতরাং আমাদের কর্তব্য হলো, অহংকারী আচরণ পরিত্যাগ করা এবং মন্দ লোকদের ও মন্দ বন্ধুদের পরিত্যাগ করা। একটি কথা মনে রাখতে হবে, অহংকার কোনো অবস্থাতেই ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনে না। ইতিহাসের দিকে তাকালে আমরা এসবের অনেক উদাহরণ দেখতে পাই। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে অহংকার পরিত্যাগ করে তার বিনয়ী বান্দা হিসেবে কবুল করে নিন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিনয়ীরা আল্লাহর প্রিয় হয়

আপলোড টাইম : ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭

ধর্ম ডেস্ক: কোরানে কারিমে ইরশাদ হচ্ছে, ‘রহমানের (আল্লাহর) বান্দা তারাই, যারা পৃথিবীর বুকে ন¤্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সঙ্গে কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম। তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়ে ও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়।’-সুরা ফুরকান: ৬৩। মানুষ হচ্ছে পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি। মানুষ যেন আল্লাহর মর্জিমতো জীবন পরিচালনা করে পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে এবং আখেরাতে পরম সুখের জান্নাতে প্রবেশ করতে পারে, সে জন্য কোরানে কারিমের মাধ্যমে সুন্দর পথ প্রদর্শন করেছেন তিনি। আলোচ্য আয়াতে এমনই একটি সুন্দর পন্থার কথা বলা হয়েছে। তা হলো, মানুষ পৃথিবীতে অহংকারের সঙ্গে বুক ফুলিয়ে চলাফেরা করবে না। গর্হিত, স্বৈরাচারী ও বিপর্যয়কারীর মতো চলার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করার চেষ্টা করবে না; বরং তাদের চালচলন হবে ভদ্র, মার্জিত ও সৎ স্বভাবসম্পন্ন ব্যক্তির মতো। তবে ন¤্রভাবে চলার মানে দুর্বল ও রোগীর মতো চলা নয়। কেননা হজরত ওমর (রা.) সম্পর্কে বলা হয়েছে, তিনি এক যুবককে দুর্বলভাবে হেঁটে যেতে দেখে তাকে থামিয়ে জিজ্ঞেস করেন, তুমি কি অসুস্থ? সে বলে, না। তিনি তাকে ধমক দিয়ে বললেন, শক্ত হয়ে সবল ব্যক্তির মতো চল। এ থেকে জানা যায়, ন¤্রভাবে চলা মানে একজন ভালো মানুষের স্বাভাবিকভাবে চলা। কৃত্রিম বিনয়ের সাহায্যে যে চলার ভঙ্গি সৃষ্টি করা হয় অথবা যে চলার মধ্য দিয়ে বানোয়াট দীনতা ও দুর্বলতার প্রকাশ ঘটানো হয়, তাকে ন¤্রভাবে চলা বলে না। এই আয়াতে আরেকটি গুণের কথা বলা হয়েছে। তা হলো, যখন কোনো খারাপ লোক তাদের সঙ্গে অশালীন ব্যবহার করে, তখন আল্লাহর বান্দাদের ব্যবহার পদ্ধতি হচ্ছে, তারা ওই খারাপ লোকদের অশালীন আচরণের বিপরীতে কোনো অশালীন-অশোভন আচরণ না করে তাদের সালাম দিয়ে অগ্রসর হয়ে যায়। সুতরাং আমাদের কর্তব্য হলো, অহংকারী আচরণ পরিত্যাগ করা এবং মন্দ লোকদের ও মন্দ বন্ধুদের পরিত্যাগ করা। একটি কথা মনে রাখতে হবে, অহংকার কোনো অবস্থাতেই ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনে না। ইতিহাসের দিকে তাকালে আমরা এসবের অনেক উদাহরণ দেখতে পাই। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে অহংকার পরিত্যাগ করে তার বিনয়ী বান্দা হিসেবে কবুল করে নিন।