ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপির কেন্দ্রীয় টিম নিয়ে প্রশ্ন তৃণমূলের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • / ৩৯২ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় টিম নিয়ে প্রশ্ন তৃণমূলের
কেন্দ্রের কোন্দলের ঢেউ এসে পড়ে তৃণমূলেও : আগে প্রয়োজন কেন্দ্রীয় নেতাদের ঐক্য
সমীকরণ ডেস্ক: তৃণমূলকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে বিএনপির ৫১ টিম প্রধানের অনেককে নিয়ে নানা প্রশ্ন তুলেছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিগত সরকারবিরোধী আন্দোলনে এসব নেতার বেশির ভাগই নিষ্ক্রিয় এবং গ্রেফতার এড়াতে ছিলেন আত্মগোপনে। কেউ কেউ জাতীয় রাজনীতিতে ততটা পরিচিতও নন। তৃণমূলে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। অনেকে বছরের পর বছর এলাকায় যান না। তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগও তেমনটা নেই। বিগত আন্দোলনে ব্যর্থ ও নিষ্ক্রিয় এসব নেতা কিভাবে গতি ফেরাবেন- এমন প্রশ্ন নেতাকর্মীদের। টিম গঠনের ব্যাপারে দলের বিভিন্ন স্তরের কয়েক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যিনি একটি জেলার সভাপতি, তিনিও একটি টিমের প্রধান হয়েছেন। নিষ্ক্রিয় ও বিতর্কিতদের দিয়ে তদারকি তৃণমূল মেনে নিবে কিনা- তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এক নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুল বার্তা দিয়ে দলের একটি অংশ ব্যক্তিগত ফায়দা হাসিলে তৃণমূল নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট চালাচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে তৃণমূল সব সময় সক্রিয় এবং ঐক্যবদ্ধ। সরকারবিরোধী দুটি আন্দোলনেও তার প্রমাণ দিয়েছে। সর্বশেষ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও তৃণমূলের সামর্থ্য দেখা গেছে। আন্দোলন ব্যর্থতার জন্য বারবার কেন্দ্রীয় নেতাদের দিকে আঙুল তোলা হয়েছে। ভবিষ্যতে আন্দোলনের সফলতা ও নির্বাচনে ইতিবাচক ফলের জন্য কেন্দ্রকে ঐক্যবদ্ধ এবং সক্রিয় করতে বিভিন্ন মহল থেকে তাগিদ দেয়া হয়। কিন্তু বাস্তবে সে রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তৃণমূল নেতাকর্মীরা জানান, এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা এক টেবিলে বসতে পারেননি। গুটিকয়েক নেতা ছাড়া বেশির ভাগ দলীয় কর্মসূচিতে অনুপস্থিত। দলের কর্মকা- বাদ দিয়ে ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত। উল্টো ব্যক্তিগত স্বার্থ হাসিল ও আধিপত্য বিস্তারে সিনিয়র নেতারা বিভিন্ন সময়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তাদের কোন্দলের ঢেউ এসে পড়েছে তৃণমূলেও। তাই তৃণমূলে আসার আগে কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়া প্রয়োজন। কেন্দ্র ঐক্যবদ্ধ আছে এমন একটি বার্তা তৃণমূল পেলে তা দলের জন্য ইতিবাচক হবে।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও তৃণমূল পুনর্গঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের বলেন, এই সফরের মধ্য দিয়ে তৃণমূলে গতি আসবে বলে আমরা মনে করি। বর্তমান রাজনীতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় হবে, যা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিএনপির কেন্দ্রীয় টিম নিয়ে প্রশ্ন তৃণমূলের

আপলোড টাইম : ০৫:১৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭

বিএনপির কেন্দ্রীয় টিম নিয়ে প্রশ্ন তৃণমূলের
কেন্দ্রের কোন্দলের ঢেউ এসে পড়ে তৃণমূলেও : আগে প্রয়োজন কেন্দ্রীয় নেতাদের ঐক্য
সমীকরণ ডেস্ক: তৃণমূলকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে বিএনপির ৫১ টিম প্রধানের অনেককে নিয়ে নানা প্রশ্ন তুলেছেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিগত সরকারবিরোধী আন্দোলনে এসব নেতার বেশির ভাগই নিষ্ক্রিয় এবং গ্রেফতার এড়াতে ছিলেন আত্মগোপনে। কেউ কেউ জাতীয় রাজনীতিতে ততটা পরিচিতও নন। তৃণমূলে তাদের গ্রহণযোগ্যতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। অনেকে বছরের পর বছর এলাকায় যান না। তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগও তেমনটা নেই। বিগত আন্দোলনে ব্যর্থ ও নিষ্ক্রিয় এসব নেতা কিভাবে গতি ফেরাবেন- এমন প্রশ্ন নেতাকর্মীদের। টিম গঠনের ব্যাপারে দলের বিভিন্ন স্তরের কয়েক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যিনি একটি জেলার সভাপতি, তিনিও একটি টিমের প্রধান হয়েছেন। নিষ্ক্রিয় ও বিতর্কিতদের দিয়ে তদারকি তৃণমূল মেনে নিবে কিনা- তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এক নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুল বার্তা দিয়ে দলের একটি অংশ ব্যক্তিগত ফায়দা হাসিলে তৃণমূল নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট চালাচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে তৃণমূল সব সময় সক্রিয় এবং ঐক্যবদ্ধ। সরকারবিরোধী দুটি আন্দোলনেও তার প্রমাণ দিয়েছে। সর্বশেষ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও তৃণমূলের সামর্থ্য দেখা গেছে। আন্দোলন ব্যর্থতার জন্য বারবার কেন্দ্রীয় নেতাদের দিকে আঙুল তোলা হয়েছে। ভবিষ্যতে আন্দোলনের সফলতা ও নির্বাচনে ইতিবাচক ফলের জন্য কেন্দ্রকে ঐক্যবদ্ধ এবং সক্রিয় করতে বিভিন্ন মহল থেকে তাগিদ দেয়া হয়। কিন্তু বাস্তবে সে রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তৃণমূল নেতাকর্মীরা জানান, এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা এক টেবিলে বসতে পারেননি। গুটিকয়েক নেতা ছাড়া বেশির ভাগ দলীয় কর্মসূচিতে অনুপস্থিত। দলের কর্মকা- বাদ দিয়ে ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত। উল্টো ব্যক্তিগত স্বার্থ হাসিল ও আধিপত্য বিস্তারে সিনিয়র নেতারা বিভিন্ন সময়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তাদের কোন্দলের ঢেউ এসে পড়েছে তৃণমূলেও। তাই তৃণমূলে আসার আগে কেন্দ্রীয় নেতাদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়া প্রয়োজন। কেন্দ্র ঐক্যবদ্ধ আছে এমন একটি বার্তা তৃণমূল পেলে তা দলের জন্য ইতিবাচক হবে।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও তৃণমূল পুনর্গঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদের বলেন, এই সফরের মধ্য দিয়ে তৃণমূলে গতি আসবে বলে আমরা মনে করি। বর্তমান রাজনীতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় হবে, যা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।