ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপিতে অপসংস্কৃতি চালু হয়েছে : মির্জা ফখরুল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • / ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে অপসংস্কৃতি চালু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমার মনে হয়েছে, আপনারা এখানে বসে একে অপরের সাথে শুধু কথা বলছেন, কেউ নেতাদের বক্তব্যে শুনছেন না। আপনাদের প্রিয় নেতা যখন বক্তব্যে দিতে উঠেন, তখন উঠে শুধু শ্লোগান দিচ্ছেন। দলে এই অপসংস্কৃতি চালু হয়েছে, এটা বন্ধ করতে হবে। আর এই শ্লোগানে শুধু উত্তর-দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। কিন্তু বিএনপিতে উত্তর ও পশ্চিম বলে কিছু নেই, বিএনপি একটাই। এছাড়া এ অনুষ্ঠান যাকে নিয়ে আয়োজন, সেই ইলিয়াস আলীর নামে কোন শ্লোগান নেই। এ সময় নেতাকর্মীরা ইলিয়াস আলীর নামে শ্লোগান দিলে, মির্জা ফখরুল বলেন, বন্ধ করুন। এ শ্লোগান আগে দিলে খুশি হতাম। সোমবার দুপুরে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিলেট বিভাগ সম্মেলনী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুমের ৫ বছর পূর্তিতে তাকে ফিরে পাওয়ার দাবি’ শীর্ষক এ সভায় তিনি বলেন, আমাদের কাছে হিসাব মতে, এ পর্যন্ত রাজধানীতে ৫০ জনসহ সারাদেশে বিএনপির ৫ শত’র অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। কিন্তু সরকার এখনও এবিষয় অস্বীকার করছে। কিন্তু প্রমান হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে তুলে নিয়ে গিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বিএনপিতে অপসংস্কৃতি চালু হয়েছে : মির্জা ফখরুল

আপলোড টাইম : ০৫:১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭

নিজস্ব প্রতিবেদক: বিএনপিতে অপসংস্কৃতি চালু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমার মনে হয়েছে, আপনারা এখানে বসে একে অপরের সাথে শুধু কথা বলছেন, কেউ নেতাদের বক্তব্যে শুনছেন না। আপনাদের প্রিয় নেতা যখন বক্তব্যে দিতে উঠেন, তখন উঠে শুধু শ্লোগান দিচ্ছেন। দলে এই অপসংস্কৃতি চালু হয়েছে, এটা বন্ধ করতে হবে। আর এই শ্লোগানে শুধু উত্তর-দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। কিন্তু বিএনপিতে উত্তর ও পশ্চিম বলে কিছু নেই, বিএনপি একটাই। এছাড়া এ অনুষ্ঠান যাকে নিয়ে আয়োজন, সেই ইলিয়াস আলীর নামে কোন শ্লোগান নেই। এ সময় নেতাকর্মীরা ইলিয়াস আলীর নামে শ্লোগান দিলে, মির্জা ফখরুল বলেন, বন্ধ করুন। এ শ্লোগান আগে দিলে খুশি হতাম। সোমবার দুপুরে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিলেট বিভাগ সম্মেলনী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুমের ৫ বছর পূর্তিতে তাকে ফিরে পাওয়ার দাবি’ শীর্ষক এ সভায় তিনি বলেন, আমাদের কাছে হিসাব মতে, এ পর্যন্ত রাজধানীতে ৫০ জনসহ সারাদেশে বিএনপির ৫ শত’র অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। কিন্তু সরকার এখনও এবিষয় অস্বীকার করছে। কিন্তু প্রমান হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে তুলে নিয়ে গিয়েছে।