ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাহরাইন থেকে এলো কফিনে মোড়া আবু জাফরের লাশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • / ৪৭১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: কাজী আবু জাফর। বাহারাইনে গিয়েছিলেন দুই বছর। ঈদুল আজহার ছুটিতে বাড়ি আসবেন। কতই না খুশি ছিল পরিবারের লোকজন। আবু জাফর তার দুলাই ভাইকে বলেছিলেন বিমান বন্দর থেকে তাকে নিয়ে যেতে। কিন্তু বিমান বন্দরে আবু জাফর জীবিত এলেন না, এলেন কফিনে মোড়া লাশ হয়। গত ১৩ আগষ্ট তিনি বাহরাইনে এসি মেরামত করতে গিয়ে মাথায় আঘাত পান। ৫দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৯ আগষ্ট তিনি মৃত্যু বরণ করেন। বাহরাইনে তিনি ডেন্টিং মিস্ত্রীর কাজ করতেন। শুক্রবার বিকালে তার লাশ বাংলাদেশে পৌছায়। দাফন করা হয় নিজ গ্রামে। কাজী আবু জাফর ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের কাজী ফজলুর রহমানের ছেলে। নিহত’র দুলাভাই রাজাপুর মসজিদের ইমাম মাওলানা আইয়ুব হোসেন জানান, মৃত্যুর আগে তাকে ফোন করে বিমান বন্দরে আসতে বলেছিলেন। দিশে ফিরে কত আশা ছিল তার। ২ সন্তান ও স্ত্রী আশায় ছিল ঈদে আসবে আবু জাফর। কিন্তু এসি মেরামত করতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান। পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, শুক্রবার আবু জাফরের জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়। ছেলেটি খুব ভাল ও কর্মঠ ছিলেন বলেও এলাকাবাসি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বাহরাইন থেকে এলো কফিনে মোড়া আবু জাফরের লাশ

আপলোড টাইম : ০৯:১৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮

ঝিনাইদহ অফিস: কাজী আবু জাফর। বাহারাইনে গিয়েছিলেন দুই বছর। ঈদুল আজহার ছুটিতে বাড়ি আসবেন। কতই না খুশি ছিল পরিবারের লোকজন। আবু জাফর তার দুলাই ভাইকে বলেছিলেন বিমান বন্দর থেকে তাকে নিয়ে যেতে। কিন্তু বিমান বন্দরে আবু জাফর জীবিত এলেন না, এলেন কফিনে মোড়া লাশ হয়। গত ১৩ আগষ্ট তিনি বাহরাইনে এসি মেরামত করতে গিয়ে মাথায় আঘাত পান। ৫দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৯ আগষ্ট তিনি মৃত্যু বরণ করেন। বাহরাইনে তিনি ডেন্টিং মিস্ত্রীর কাজ করতেন। শুক্রবার বিকালে তার লাশ বাংলাদেশে পৌছায়। দাফন করা হয় নিজ গ্রামে। কাজী আবু জাফর ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের কাজী ফজলুর রহমানের ছেলে। নিহত’র দুলাভাই রাজাপুর মসজিদের ইমাম মাওলানা আইয়ুব হোসেন জানান, মৃত্যুর আগে তাকে ফোন করে বিমান বন্দরে আসতে বলেছিলেন। দিশে ফিরে কত আশা ছিল তার। ২ সন্তান ও স্ত্রী আশায় ছিল ঈদে আসবে আবু জাফর। কিন্তু এসি মেরামত করতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান। পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, শুক্রবার আবু জাফরের জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়। ছেলেটি খুব ভাল ও কর্মঠ ছিলেন বলেও এলাকাবাসি জানান।