ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বালু ও বালু তোলার সরঞ্জাম জব্দ : আজ নিলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮
  • / ৩৭৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় অবৈধ বালু উত্তোলন : ভ্রাম্যমান আদালত পরিচালনা
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে বালু ও সরঞ্জামাতি জব্দ করা হয়েছে। আজ সকাল ১০টায় জব্দকৃত বালু ও সরঞ্জাম নিলামে বিক্রি করার জন্য বেগমপুর ভুমি অফিসকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মুনছুর আলী পুকুর খননের নামে বেগমপুর বিল সংলগ্ন মাঠে ড্রেজার মেশিন দিয়ে বানিজ্যিকভাবে দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করে আসছিলো। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী গতকাল দুপুরে ঘটনাস্থলে যান। এসময় অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নির্বাহী অফিসার বালু উত্তোলনকারী মুনছুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলে যায়নি। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উত্তোলনকৃত বালু এবং বালু তোলার সরঞ্জমান জব্দ করেন। জব্দকৃত মালামাল বেগমপুর ভুমি অফিসের হেফাজতে দেন এবং আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তা লিলামে বিক্রি করারও নির্দেশ দেন। কোনভাবে জব্দকৃত মালামাল সরানোর চেষ্টা করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, বেগমপুর ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা আতিকুল হক ও বেগমপুর ক্যাম্প পুলিশের সদস্য। এর আগেও বালু তোলার অপরাধে মুনছুরের বিরুদ্ধে মামলা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বালু ও বালু তোলার সরঞ্জাম জব্দ : আজ নিলাম

আপলোড টাইম : ১০:১৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮

চুয়াডাঙ্গায় অবৈধ বালু উত্তোলন : ভ্রাম্যমান আদালত পরিচালনা
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে বালু ও সরঞ্জামাতি জব্দ করা হয়েছে। আজ সকাল ১০টায় জব্দকৃত বালু ও সরঞ্জাম নিলামে বিক্রি করার জন্য বেগমপুর ভুমি অফিসকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে এ অভিযান চালানো হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মুনছুর আলী পুকুর খননের নামে বেগমপুর বিল সংলগ্ন মাঠে ড্রেজার মেশিন দিয়ে বানিজ্যিকভাবে দীর্ঘদিন ধরে বালি উত্তোলন করে আসছিলো। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী গতকাল দুপুরে ঘটনাস্থলে যান। এসময় অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নির্বাহী অফিসার বালু উত্তোলনকারী মুনছুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলে যায়নি। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উত্তোলনকৃত বালু এবং বালু তোলার সরঞ্জমান জব্দ করেন। জব্দকৃত মালামাল বেগমপুর ভুমি অফিসের হেফাজতে দেন এবং আজ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তা লিলামে বিক্রি করারও নির্দেশ দেন। কোনভাবে জব্দকৃত মালামাল সরানোর চেষ্টা করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, বেগমপুর ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা আতিকুল হক ও বেগমপুর ক্যাম্প পুলিশের সদস্য। এর আগেও বালু তোলার অপরাধে মুনছুরের বিরুদ্ধে মামলা রয়েছে।