ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘বাউলবাড়িতে’ সমাহিত করা হবে বারী সিদ্দিকীকে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
  • / ৫১৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: লোকগীতির উজ্জ্বল প্রদীপ উপমহাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক বারী সিদ্দিকীকে নেত্রকোনা জেলা সদরের চল্লিশা বাজারের কার্লি গ্রামে তার বাউলবাড়িতে দাফন করা হবে। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী শুক্রবার ভোরে এই কথা জানান সাংবাদিকদের। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এই বাঁশির জাদুকর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত আড়াইটায় মৃত্যুর খবর নিশ্চিত করে সাব্বির সিদ্দিকী শুক্রবার ভোরে বলেন, বাবার মরদেহ দাফন করা হবে নেত্রকোনা জেলা সদরের চল্লিশা বাজারের কার্লি গ্রামে নিজস্ব বাউলবাড়িতে। বাবা বলেছিলেন তার মরদেহ যেন বাউলবাড়িতে দাফন করা হয়। তার ইচ্ছে অনুযায়ী সেখানেই শুক্রবার বাদ আসর দাফন করা হবে। নেত্রকোনায় বাউলবাড়িতে নেয়ার আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভিতে) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গত ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন বারী সিদ্দিকী। এরপর অচেতন অবস্থায় তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। কয়েক বছর ধরে বারী সিদ্দিকী বহুমূত্র রোগ ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

‘বাউলবাড়িতে’ সমাহিত করা হবে বারী সিদ্দিকীকে

আপলোড টাইম : ১১:৪৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

বিনোদন ডেস্ক: লোকগীতির উজ্জ্বল প্রদীপ উপমহাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক বারী সিদ্দিকীকে নেত্রকোনা জেলা সদরের চল্লিশা বাজারের কার্লি গ্রামে তার বাউলবাড়িতে দাফন করা হবে। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী শুক্রবার ভোরে এই কথা জানান সাংবাদিকদের। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এই বাঁশির জাদুকর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত আড়াইটায় মৃত্যুর খবর নিশ্চিত করে সাব্বির সিদ্দিকী শুক্রবার ভোরে বলেন, বাবার মরদেহ দাফন করা হবে নেত্রকোনা জেলা সদরের চল্লিশা বাজারের কার্লি গ্রামে নিজস্ব বাউলবাড়িতে। বাবা বলেছিলেন তার মরদেহ যেন বাউলবাড়িতে দাফন করা হয়। তার ইচ্ছে অনুযায়ী সেখানেই শুক্রবার বাদ আসর দাফন করা হবে। নেত্রকোনায় বাউলবাড়িতে নেয়ার আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভিতে) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গত ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন বারী সিদ্দিকী। এরপর অচেতন অবস্থায় তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। কয়েক বছর ধরে বারী সিদ্দিকী বহুমূত্র রোগ ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।