ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • / ১৫২ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সমীকরণ প্রতিবেদক:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সংগঠন প্রতিবাদ মিছিল করে।
চুয়াডাঙ্গা:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ ডাকবাংলো থেকে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার শহীদ হাসান চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে, ঠিক তখনি একটি কুচক্রিমহল তাদের হীন স্বার্থ চরিতার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক এ গোষ্ঠীকে কোনোভাবেই তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে দেওয়া যাবে না। বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। ভাস্কর্য ঐতিহাসিক নিদর্শন বহন করে। ভাস্কর্য আর মূর্তি এক নয়। একটি মহল বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। যারাই এ ঘটনা ঘটিয়েছেন এবং মদদ দিয়েছেন তাদের প্রত্যেককেই খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। যে বা যারা ভাঙচুর করেছে, তাদের কাউকে এক চুলও ছাড় দেওয়া যাবে না।’
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার হোসেন মতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ দীপন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, তাহের বিশ্বাস, মাফিজুর রহমান মাফি, আলীম, আব্দুল আলিম ভুলন, ইমরান আহমেদ বিপ্লব, জেলা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, পৌর কৃষক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির হোসেন, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওয়াসিম, ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য জনি, সরোয়ার, ইমরান শেখ, মানিক, আশিক, শরিফ, রানা প্রমুখ।
মুজিবনগর:

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মুজিবনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ইতা, প্রচার সম্পাদক কুদ্দুস আলী, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী কমরউদ্দীন সেলিম, আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আরশাদ প্রমুখ।
গাংনী:
কুষ্টিয়ার জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও স্বাধীনতাবিরোধী শক্তির অপপ্রচারের বিরুদ্ধে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে গাংনী প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে, মিছিল শেষে বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অতিথি থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শাহানা ইসলাম শান্তনা, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগ সভাপতি ডালিম রানাসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান।
কালীগঞ্জ:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে সরকারি ভূষন স্কুলমাঠে প্রতিবাদ সমাবেশ শেষে মেয়র প্রার্থী আশরাফের পক্ষে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলে বহর নিয়ে শহরে শোডাউন বের করে। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে ভূষন স্কুলমাঠে ডাকা বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মণ্টু, বর্তমার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতার পরিচালনায় সবাবেশে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ সহযোগী সংঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই

আপলোড টাইম : ১০:১৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সমীকরণ প্রতিবেদক:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সংগঠন প্রতিবাদ মিছিল করে।
চুয়াডাঙ্গা:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ ডাকবাংলো থেকে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার শহীদ হাসান চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে, ঠিক তখনি একটি কুচক্রিমহল তাদের হীন স্বার্থ চরিতার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক এ গোষ্ঠীকে কোনোভাবেই তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে দেওয়া যাবে না। বাংলার মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। ভাস্কর্য ঐতিহাসিক নিদর্শন বহন করে। ভাস্কর্য আর মূর্তি এক নয়। একটি মহল বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। যারাই এ ঘটনা ঘটিয়েছেন এবং মদদ দিয়েছেন তাদের প্রত্যেককেই খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। যে বা যারা ভাঙচুর করেছে, তাদের কাউকে এক চুলও ছাড় দেওয়া যাবে না।’
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার হোসেন মতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ দীপন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, তাহের বিশ্বাস, মাফিজুর রহমান মাফি, আলীম, আব্দুল আলিম ভুলন, ইমরান আহমেদ বিপ্লব, জেলা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, পৌর কৃষক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির হোসেন, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওয়াসিম, ৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য জনি, সরোয়ার, ইমরান শেখ, মানিক, আশিক, শরিফ, রানা প্রমুখ।
মুজিবনগর:

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মুজিবনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম ইতা, প্রচার সম্পাদক কুদ্দুস আলী, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী কমরউদ্দীন সেলিম, আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আরশাদ প্রমুখ।
গাংনী:
কুষ্টিয়ার জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও স্বাধীনতাবিরোধী শক্তির অপপ্রচারের বিরুদ্ধে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে গাংনী প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে, মিছিল শেষে বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অতিথি থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শাহানা ইসলাম শান্তনা, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, পৌর ছাত্রলীগ সভাপতি ডালিম রানাসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান।
কালীগঞ্জ:

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে সরকারি ভূষন স্কুলমাঠে প্রতিবাদ সমাবেশ শেষে মেয়র প্রার্থী আশরাফের পক্ষে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলে বহর নিয়ে শহরে শোডাউন বের করে। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দীনের সভাপতিত্বে ভূষন স্কুলমাঠে ডাকা বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মণ্টু, বর্তমার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতার পরিচালনায় সবাবেশে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ সহযোগী সংঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।